ব্রাহ্মণবাড়িয়াঃ জেলার বিজয়নগর উপজেলায় যাত্রীবোঝাই ট্রলারের সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষের ঘটনায় সর্বশেষ নাশরা নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ট্রলারডুবির স্থান থেকে মরদেহটি উদ্ধার করে। সে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৈরতলা এলাকার হারিছ মিয়ার মেয়ে। এই নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান ২২ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রলারডুবির ঘটনায় শিশু নাশরা নিখোঁজ ছিল। তাকে উদ্ধারের জন্য সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। পরে পৌনে ১০টায় নাশরার মরদেহ উদ্ধার করা হয়। ডুবে যাওয়া নৌকাটি ফায়ারসার্ভিসের উদ্ধার কর্মীরা উদ্ধারের চেষ্টা করছে বলেও জানান তিনি।
এর আগে শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার লইছকা বিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ আছেন আরো অনেকে। নিখোঁজদের সন্ধানে রাতে উদ্ধার অভিযান বন্ধ থাকলেও লইসকা বিলে শনিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে আবার উদ্ধার অভিযান শুরু হয়। তবে এখনো ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃতদের মরদেহ রাতেই নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।