Dr. Neem on Daraz
Victory Day

দুপচাঁচিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় নারীর মৃত্যু


আগামী নিউজ | দেওয়ান পলাশ, দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি : প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১, ১০:০৮ পিএম
দুপচাঁচিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় নারীর মৃত্যু

প্রতিকি ছবি

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়ায়  মাইক্রোবাসের ধাক্কায় রহিমা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রহিমা বেগম উপজেলার তারাজুন গ্রামের ফজলুর রহমানের স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামী ফজলুর রহমান আহত অবস্থায় বর্তমানে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে ফজলুর রহমান তার স্ত্রী রহিমা বেগমকে সঙ্গে নিয়ে তার মেয়ের বাড়ি থেকে অটোভ্যান যোগে নিজ বাড়ি তারাজুন যাচ্ছিল। পথিমধ্যে দুপচাঁচিয়া-নওগাঁ সড়কের তিষিগাড়ী নামক স্থানে নওগাঁ থেকে বগুড়াগামী একটি মাইক্রোবাস তাদের অটোভ্যানকে ধাক্কা দিলে তারা রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 

রহিমা বেগমের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে