Dr. Neem on Daraz
Victory Day

লক্ষ্মীপুরে জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির ইনসেপশন সভা


আগামী নিউজ | লক্ষীপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ০৬:২০ পিএম
লক্ষ্মীপুরে জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির ইনসেপশন সভা

ছবিঃ আগামী নিউজ

লক্ষ্মীপুরঃ বেসরকারী সংস্থা ব্র্যাকের আয়োজনে জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির ইনসেপশন সভা বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বেগম সুলতানা জোবেদা খানম।

বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্য নিবাহী কমিটি সদস্য ও দৈনিক আমাদের লক্ষ্মীপুর পত্রিকার নির্বাহী সম্পাদক মো: রবিউল ইসলাম খান, ব্র্যাকের জেলা কো অডিনের্টর অরুন কুমার দাস, আঞ্চলিক মহা ব্যবস্থাপক মিলন কান্তি দে, মো: আওলাদ হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক (জেন্ডার) মো: আতিয়ার রহমান প্রমুখ।

বক্তারা বলেন জেন্ডার সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য সমাজে প্রচলিত বৈষম্যমূলক আচরণ, চর্চা এবং ভূমিকা পরিবর্তনের জন্য সংস্থার কর্মপরিসরে এমনকি বাইরেও সমন্বিত উদ্যোগ গ্রহন করা। নারী ও কন্যা শিশু জন্য এমন একটি অনুকূল পরিবেশ গড়ে তোলা যেখানে সকল প্রকার নির্যাতন থেকে তারা মুক্ত থাকবে এবং সমতা এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে সেই দিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে