Dr. Neem on Daraz
Victory Day

সুন্দরগঞ্জে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের অবহিতকরণ সভা


আগামী নিউজ | জাহিদ হাসান জীবন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ০৪:৪৪ পিএম
সুন্দরগঞ্জে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের অবহিতকরণ সভা

ছবি: আগামী নিউজ

গাইবান্ধাঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে ''আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প'' অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে সেতু রুবাল ডেভেলপমেন্ট সোসাইটি (এসআর ডিএস)'র বাস্তবায়নে অনুষ্ঠিত অবহিতকরণ সভার সহযোগি পার্টনার ছিলেন গ্রাসরুট কো- অপারেশন (রংপুর)। 

সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ আল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা উপ-সহকারী প্রকৌশলী খোকন রানা, সেতু রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (এসআরডিএস) রংপুর বিভাগীয় নির্বাহী পরিচালক মোতাব্বর হোসেন, সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল হালিম মিয়া, প্রোগ্রাম ম্যানেজার জহুরুল হক বুলবুল, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাংসদ প্রতিনিধি রাসেল প্রামাণিক, ইউপি চেয়ারম্যান নজমুল হুদা, এ্যাড: নাফিউল ইসলাম জিমি, গোলাম কবির মুকুল প্রমূখ।
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে