Dr. Neem on Daraz
Victory Day

নেত্রকোণায় ভারতীয় শাড়ী জব্দ


আগামী নিউজ | নেত্রকোনা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ০১:০১ পিএম
নেত্রকোণায় ভারতীয় শাড়ী জব্দ

ছবি: সংগৃহীত

নেত্রকোণাঃ বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) আজ বৃহস্পতিবার ভোরে দূর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ফান্দা নামক স্থানে অভিযান চালিয়ে চোরাচালানের বিপুল পরিমান ভারতীয় শাড়ী জব্দ করেছে।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এএসএম জাকারিয়া গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানান, দুর্গাপুর উপজেলার বারমারী বিওপি’র জোয়ানরা ভোর সাড়ে পাঁচ টার সময় সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল।

এ সময় ফান্দা নামক এলাকায় নায়েব সুবেদার মোঃ মজিবুর রহমানের নেতৃত্বে দশ সদস্যের একটি টহল দল কর্তৃক অভিযান চালিয়ে চোরাচালানকৃত বিপুল পরিমান ভারতীয় শাড়ী জব্দ করা হয়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।  আটককৃত শাড়ীগুলোর মধ্যে রয়েছে একশত সত্তর পিস লতিকা শাড়ী, একশত চল্লিশ পিস শানজানা শাড়ী, একশত ত্রিশ পিস জামদানী শাড়ী।

জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য সতের লক্ষ পাঁচ হাজার টাকা। জব্দকৃত এ সকল মালামাল নেত্রকোণা কাস্টমস্ অফিসে জমা দেয়া হবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে