Dr. Neem on Daraz
Victory Day

বুড়িচং-কালিকাপুর সড়কের বেহাল দশা


আগামী নিউজ | গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১, ০৫:৪২ পিএম
বুড়িচং-কালিকাপুর সড়কের বেহাল দশা

ছবিঃ আগামী নিউজ

কুমিল্লাঃ জেলার বুড়িচং উপজেলার বুড়িচং-কালিকাপুর প্রধান সড়কের বেহাল দশা। যান চলাচলের সম্পূর্ণ অনুপযোগী এ সড়ক পথটি। কিছু দিন পূর্বে মেরামতের কাজ শুরু হয়েছে। তবে কচ্ছপ গতিতে কাজ অগ্রসর হচ্ছে।
 
এদিকে রেললাইনের কাজ করার জন্য মালামাল আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হচ্ছে এ রাস্তাটি। টনে টনে মালামাল বহন করে বাকশীমুল গ্রাম থেকে কালিকাপুর বাজার পর্যন্ত  রাস্তাটি ব্যবহার করার ফলে চলার অনুপযোগী হয়ে গেছে। প্রতিদিন ঘটছে   দূর্ঘটনা।  সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যাত্রীবাহী পরিবহন যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।রেললাইন থেকে কালিকাপুর বাজার পর্যন্ত পুরো সড়কটি কাদায়, গর্তে পরিপূর্ণ। এ সব কাদায় ও গর্তে দিয়ে ইজিবাইক, অটোরিকশা, যাত্রীবাহী গাড়ি চলাচলে দূর্ঘটনাও ঘটছে অনবরত।
 
সরেজমিন গিয়ে দেখা গেছে বুড়িচং উপজেলা থেকে কালিকাপুর প্রায় ৬ কিলোমিটার রাস্তা। তার মধ্যে পুনঃ মেরামত করার জন্য অনেক দিন ধরে কচ্ছপ গতিতে কাজ চলায়  মেরামত সম্পন্ন হয়নি। তবে স্থানীয় লোকজনদের সাথে কথা বলে জানা যায় যে রেললাইনের কাজ করার জন্য টনে টনে মালামাল আনা-নেওয়া করায় রাস্তাটির বেহাল দশা এবং অনুপযোগী হয়ে গেছে।
 
স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ভ্যান চালক মোঃ দেলোয়ার হোসেন বলেন, মনগড়া মতো রেলের লোকজন  এই রাস্তাটি ব্যবহার করছে কিন্তু কিছু ইটের শুকরি বা বালি দিলে এত খারাপ হত না। বৃষ্টি আসলে রাস্তাটি দিয়ে চলাচল মোটেই সম্ভব না।
 
অটোরিকশা চালক এবং সিএনজি চালকেরা বলেন, এ রাস্তাটি অনেক বিপদজনক তাই আমরা বাধ্য হয়ে বাকশীমুল গ্রামের ভেতর দিয়ে ফকির বাজার, মাশরা গ্রামের রাস্তা  ব্যবহার করে যাত্রী আনা-নেওয়া করি এবং ভাড়াও একটু বেশি নিতে হচ্ছে।  তারা এটার একটা দ্রুত সমাধান চায়। 
 
এ ব্যাপারে বুড়িচং উপজেলা প্রকৌশলী অলুক কুমার বলেন, বর্ষাকাল চলে গেলে রাস্তার কার্পেটিং এর কাজ শুরু হবে। বর্তমানে রাস্তার যান চলাচলে সমস্যা নিয়ে কথা বলতে আগ্রহী নয়। প্রশ্ন করার সাথে সাথে এ প্রশ্ন এড়িয়ে যায়।
 
এবিষয় নিয়ে ঠিকাদার এর সাথে কোনো ভাবেই যোগাযোগ করা যায় নি। বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর সঙ্গে একাধিক বার ফোন দিয়েও পাওয়া যায়নি।
 
প্যানেল চেয়ারম্যান মোঃ লিটন রেজা মেম্বার বলেন, কাজ চলমান আছে, বৃষ্টি এবং রেলওেয়ের ভারি যান চলাচলের কারণে সাময়িক কষ্ট হচ্ছে।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে