Dr. Neem on Daraz
Victory Day

আড়াইহাজারের সাতগ্রাম ইউপি চেয়ারম্যান বরখাস্ত, মামলার নির্দেশ


আগামী নিউজ | রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১, ০১:৫৯ পিএম
আড়াইহাজারের সাতগ্রাম ইউপি চেয়ারম্যান বরখাস্ত, মামলার নির্দেশ

ফাইল ফটো

নারায়ণগঞ্জঃ জেলার আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ মাহমুদকে বরখাস্ত করা হয়েছে। এক ব্যক্তির অনুকূলে দুটি ওয়ারিশ সনদ প্রদান, ব্যক্তিগত যোগসাজস, পক্ষপাতমূলক আচরণ, আর্থিক লাভবান হওয়া, দায়িত্ব পালনে চরম অবহেলার অভিযোগ এনে বরখাস্ত করেন স্থানীয় সরকার বিভাগ। মঙ্গলবার (২৪ আগস্ট) এক প্রজ্ঞাপনে উপসচিব মো. আবুজাফর রিপন তাকে বহিস্কার আদেশ প্রদান করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, অভিযোগ গুলো স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় তাঁর দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় বলে সরকার মনে করে। তাই অদুদ মাহমুদের অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্খের পরিপন্থী বিবেচনায় এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(৪) (খ) ও (ঘ) অপরাধ সংঘটিত করায় ৩৪ (১) অনুযায়ী তার স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

এদিকে আরেকটি প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আবুজাফর রিপন সাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ মাহমুদের বিরুদ্ধে ফৌজদারী মামলা করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে সাতগ্রাম ইউপি চেয়ারম্যান অদুদ মাহমুদ জানান, ‘সরকারিভাবে অধিগ্রহণ করা জমির টাকা নেওয়ার জন্য সাতগ্রামের আবেদ আলী নামে এক ব্যক্তির ওয়ারিশ সনদ প্রদান করা হয়। ওই সনদের প্রতিলিপি তৈরি করে সেখানে ওয়ারিশের সংখ্যা কমিয়ে দেওয়া হয়। দ্বিতীয় ওয়ারিশ সনদে আমি কোনো স্বাক্ষর দেইনি। ওই সনদে তাঁর স্বাক্ষর জাল করা হয়েছে বলে তিনি জেলা প্রশাসনের তদন্ত কমিটিকে জানিয়েছিলেন।’

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে