Dr. Neem on Daraz
Victory Day

ঘিওরে ঝুকিপূর্ণ বেইলী ব্রীজ, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে পথচারী


আগামী নিউজ | বাবুল আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১, ০৫:৩৮ পিএম
ঘিওরে ঝুকিপূর্ণ বেইলী ব্রীজ, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে পথচারী

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জঃ জেলার ঘিওর উপজেলার ঘিওর ইউনিয়নের কুস্তা কবর স্থান এলাকায় ইছামতি শাখা নদীতে একটি বেইলী ব্রীজ ভেঙ্গে যাবার আশষ্কায়। এতে সাতটি ইউনিয়নের হাজারো মানুষের চরম দুর্ভোগ পোহাতে হতে পারে বলে এলাকাবাসী আশষ্কা করছে।
 
এলাকাবাসীরা জানায় প্রায় চল্লিশ বছর আগে নির্মিত হয় ঐ ব্রীজটি । উপজেলার কুস্তা গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবী এই নদীর উপর ভাঙ্গা ব্রীজটি পুনঃনির্মাণের জন্য। বারবার ব্রীজটি পুনঃনির্মাণের প্রতিশ্রুতি দিলেও আজোও তা বাস্তবায়িত হয়নি।
 
সরেজমিন ওই এলাকায় গিয়ে দেখা যায় ঘিওর বাজারের পাশে একটি পুরনো স্টীলের তৈরী বেইলী ব্রীজের উপর দিয়ে ওই এলাকার লোকজন চলাচল করছে। ঘিওর ও দৌলতপুর উপজেলার সাতটি ইউনিয়নের হাজারো লোকজন চলাফেরা করে ওই ব্রীজটির উপর দিয়ে । এছাড়াও প্রতিদিন কুস্তা কফিল উদ্দিন দর্জি উচ্চ বিদ্যালয় , ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয়, ঘিওর বালিকা উচ্চ বিদ্যালয়, ঘিওর সরকারি কলেজ, কুস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীসহ সাতটি ইউনিয়নের হাজারো মানুষ এই ব্রীজের উপর দিয়ে চলাচল করছে। এই সময় ব্রীজটি ভেঙ্গে গেলে ওই এলাকার লোকজনদের চরম দুর্ভোগে পড়তে হবে।
 
এবিষয়ে মোঃ আব্দুল গফুর মিয়া বলেন ব্রীজটির বিভিন্ন স্থানে ভেঙ্গে গেছে। টানা খুটি গুলো নষ্ট হয়ে গেছে। ফলে বিপদ জনক অবস্থায় আছে ব্রীজটি। আমরা এখানে একটি নতুন ব্রীজ চাই।
 
কুস্তা গ্রামের মোঃ দেলোয়ার হোসেন খান বলেন – ব্রীজের উপর দিয়ে ভারী যানবাহন যেমন ট্রাক ও অবৈধ হাইট্রলি দিয়ে মাটি নেয়ার কারনেই ব্রীজের এই বেহাল দশা। আমরা এর প্রতিকার চাই।
 
রিক্সা চালক মামুন জানান ব্রীজটির পাশেই রয়েছে কবরস্থান, মসজিদ, স্কুল, বাজার ও মহাশ্বশান দ্রত এর ব্যবস্থা না নিলে এলাকাবাসী মহাবিপদে পড়ে যাবে।
 
ঘিওর উপজেলা প্রকৌশলী মোঃ সাজ্জাকুর রহমান বলেন, স্থানীয় সংসদ সদস্য একটি ডিও লেটার দিয়েছেন। ওখানে নতুন একটি ব্রীজ নিমার্ণের প্রস্তাবনা রয়েছে। আশা করছি শীঘ্রই আমরা ওখানে একটি ব্রীজ নির্মাণ করতে পারবো।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে