Dr. Neem on Daraz
Victory Day

ফরিদপুরে পদ্মার পানি বিপৎসীমার ৫১ সেন্টিমিটার উপর


আগামী নিউজ | সুমন ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ১২:০৮ পিএম
ফরিদপুরে পদ্মার পানি বিপৎসীমার ৫১ সেন্টিমিটার উপর

ছবিঃ আগামী নিউজ

ফরিদপুরঃ টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে ফরিদপুরে পদ্মার পানি এখন বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন বিপৎসীমার ৫১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যার ফলে দেশের মধ্য অঞ্চলের এই পানি প্রবেশ করতে শুরু করেছে।
 
গত ২৪ ঘন্টায় ৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে পদ্মার গোয়ালন্দ পয়েন্টে। ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, প্রতিদিনই ফরিদপুরের পদ্মা, মধুমতি ও আড়িয়ালখাঁর পানি বাড়ছে।
 
সোমবার সকালে পাউবোর পরিমাপ অনুযায়ী গোয়ালন্দ পয়েন্টে ফরিদপুরের পদ্মা নদীর পানি বিপদসীমার ৫১ সে:মি: উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
জেলার সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজাম্মান জানান, হঠাৎ করে গত ৪/৫ দিন হলো পানি বাড়ছে। আমার ইউনিয়নটি পদ্মা নদী বেষ্টিত চারপাশে এখন পানি। মানুষের চলাফেরা এবং গবাদিপশুর খাদ্য সমস্যা দেখা দিচ্ছে।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে