Dr. Neem on Daraz
Victory Day

তীব্র স্রােতে দৌলতদিয়ায়-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ধীর গতি(ভিডিও)


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ১১:৫১ এএম

রাজবাড়ীঃ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে  প্রতিদিনই তীব্র স্রােতে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। এতে সময়মত যানবাহন পারাপার করতে না পারায় যানজট লেগেই আছে দৌলতদিয়া ও গোয়ালন্দ মোড় মহাসড়কে। গত দশ দিন ধরে প্রতিদিনই যানজট লেগে আছে মহাসড়কে।

সোমবার (২৩আগস্ট) দৌলতদিয়া ও গোয়ালন্দমোড় এলাকায় ফেরি পারের অপেক্ষায় ৮ কিলোমিটার মহাসড়কে  ৮ থেকে ৯ শত যানবাহন যানজটে আটকে আছে পণ্যবাহী ট্রাক চালকদের দিন রাত খোলা আকাশের নিচে বাধ্য হয়ে রাত যাপন করতে হচ্ছে টার্মিনালে ঢুকতে না দেওয়ায়। আগে যেখানে ১৭ টি ফেরি দিয়ে ৪ হাজার যানবাহন পার হত স্রোতের বিপরীতে ধীরগতিতে  ফেরি চলাচল করায় বর্তমানে সমপরিমান ফেরি দিয়ে আড়াই হাজারের বেশি যানবাহন পারাপার করা সম্ভব হচ্ছেনা। ফেরি পারের ট্রিপ সংখ্যা কমে যাওয়ায় প্রতিদিন প্রায় ১ থেকে দের হাজার যানবাহন কম পার করতে হচ্ছে। আর এতেই প্রতিদিন যানজট বেড়ে যাচ্ছে।

বেশির ভাগ পণ্যবাহী ট্রাক গুলো ৩ থেকে ৪ দিন পর্যন্ত প্রথমে গোয়ালন্দমোড় সেখান থেকে ছেড়ে এসে দৌলতদিয়ায় যানজটে আটকে থাকতে হচ্ছে। এতে তাদের ভোগান্তি পৌঁছেছে চরমে।  দিনের পর দিন ফেরি পারের অপেক্ষায় থেকে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে, তারপরও ফেরি পার হতে পারছেন না। সময় মত গন্তব্যে পৌঁছেতে পারছেন না পণ্য নিয়ে। এমন নানা সমস্যা নিয়ে ফেরি ঘাট ও গোয়ালন্দ মোড় এলাকায় যানজটে পরে ভোগান্তি পোহাতে হচ্ছে চালকদের। পণ্যবাহী ট্রাকের চাপে যাত্রীবাহি বাসগুলো ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হচ্ছে।  

বিআইডব্লিউটিসি সহকারী ঘাট ব্যাবস্থাপক খোরশেদ আলম জানান, তীব্র স্রােতে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় আগের চাইতে ফেরি পারের ট্রিপ সংখ্যা কমেছে সেই সাথে যানবাহন পারাপারের সংখ্যাও কমেছে অনেক। আগে যেখানে ১৭ টি ফেরি দিয়ে প্রায় চার হাজার যানবাহন পার করা যেত বর্তমানে স্রােতের কারনে ফেরি চলাচল ধীরগতি হওয়ায় প্রতিদিন সেখানে ১ থেকে দেড় হাজার যানবাহন কম পারাপার হচ্ছে। আজ এ নৌরুটে ১৭ টি ছোট বড় ফেরি চলাচল করছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে