Dr. Neem on Daraz
Victory Day

ঝিনাইদহে একসঙ্গে বিষপান করে নববিবাহিত স্বামী-স্ত্রী’র আত্মহত্যা


আগামী নিউজ | এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি- প্রকাশিত: আগস্ট ২২, ২০২১, ১০:১১ পিএম
ঝিনাইদহে একসঙ্গে বিষপান করে নববিবাহিত স্বামী-স্ত্রী’র আত্মহত্যা

প্রতিকি ছবি । আগামী নিউজ

ঝিনাইদহঃ জেলায় রাহিন মন্ডল (২৪) ও আকিতারা খাতুন (২০) নামে স্বামী-স্ত্রী' একসঙ্গে বিষপান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (২২ আগষ্ট) দুপুরে হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের বেলতলা গ্রামে এ ঘটনা ঘটে। 

তারা হলেন, মৃত রিহান মন্ডল ওই গ্রামের মোঃ আলী হোসেন মন্ডলের ছেলে ও আকিতারা খাতুন (২০) একই জেলার মহেশপুর উপজেলার সামান্তা ইউনিয়নের ডালভাঙা গ্রামের আমির হোসেনের মেয়ে আকিতারা খাতুন (২০)

পারিবারিক সূত্রে জানা যায়, রিহান মন্ডল ও আকিতারা খাতুনের মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকায় তারা ৫ মাস আগে পালিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরে পারিবারিক ভাবে বিবাহ সম্পন্ন হয়। ছেলের শশুর বাড়ির আত্মীয় আসা-যাওয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবত স্বামী-স্ত্রী মধ্যে মনোমালিন্য বিবাদ লেগেছিল। রোববার দুপুরে ঘরের দরজা বন্ধ করে দুজনেই বিষপান করে। পরে বাড়ির লোক ও প্রতিবেশীরা টের পেয়ে দরজা ভেঙ্গে দুজনকেই বের করে। তাদের উদ্ধার করে দ্রুত হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আকিতারা মৃত্যু বরণ করে। এরপর ঠিক ১০ মিনিট পর রাহিনও মৃত্যু বরণ করে বলে জানায় কর্মরত চিকিৎসক শামীমা সুলতানা।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা আগামীনিউজকে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে