Dr. Neem on Daraz
Victory Day

ব্রাহ্মণবাড়িয়ায় পানিবন্দী শতাধিক পরিবার দুর্ভোগ ও দুর্দশায় দিন কাটাচ্ছে


আগামী নিউজ | মোঃ আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২২, ২০২১, ০১:২১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় পানিবন্দী শতাধিক পরিবার দুর্ভোগ ও দুর্দশায় দিন কাটাচ্ছে

ছবি : আগামী নিউজ

ব্রাহ্মণবাড়িয়াঃ জেলা শহরের ভাদুঘর ফাটা পুুকুর পাড় পশ্চিম পাড়া এলাকায় সড়ক নিয়ে বিরোধের জের ধরে পানি চলাচলের পথ বন্ধ হওয়ায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দী হয়ে শতাধিক পরিবার দুর্ভোগ ও দুর্দশায় দিন কাটাচ্ছে।

খোঁজ নিয়ে জানাযায়, ব্রাহ্মণবাড়িয়ার সিলেট-চট্রগ্রাম হাইওয়ের ভাদুঘর ১নং মৌজায় বর্তমানে ম্যাপ ৭৫৭ দাগের মধ্যে রাস্তা ৪ ফুট প্রস্থ লম্বালম্বি ভাবে ফাটা পুকুর পাড় হাইওয়ে রাস্তা থেকে পূর্ব পশ্চিমে রাস্তাটি অবস্থিত। ৮৮ সালের প্রথমার্ধে জায়গাটি দিয়ে সবুজ প্রকল্প নামে ইরিগেশন পানির প্রকল্প কুরুলিয়া খাল থেকে পানি উত্তোলন করে ড্রেনেজের মাধ্যমে পানি নেয়া হত। তবে বর্তমানে সেখানে জনবসতি হওয়ায় এখানে মাটি ভরাট করে রাস্তা নির্মান করা হয়। 

এলাকার বশির আহমদ খান, আইনাল মিয়া ও মুসলিম মিয়া জায়গাটির মালিক বলে দাবী করেছেন। এই সড়কটি দিয়েই চলাচল করতেন আশ পাশের লোকজন। তবে চলাচলের এই রাস্তাটি অধিকতর সরু থাকায় এলাকার বাসিন্দারা সড়টি প্রশস্থ করতে নানা উদ্যোগ গ্রহন করে ব্যর্থ হয়। মানুষের চলাচলের পথটি নিয়ে বহুবার সালিশ হলেও এখন পর্যন্ত বিষয়টির কোন সমাধান হয়নি। ভূক্তভোগীরা জানান, সমস্যা সমাধান না হওয়ায় প্রায় দু মাস ধরে তাদের পানিবন্দী অবস্থায় দিন কাটাতে হচ্ছে। জলাবদ্ধতার পানি বাসা বাড়িতেও উঠে গেছে। এতে করে ডেঙ্গুর প্রকোপকালীন সময়ে শঙ্কায় দিন কাটাতে হচ্ছে। আমরা দ্রুত এই সমস্যার সমাধান চাই। 

এ বিষয়ে ভূক্তভোগী বশির আহমদ জানান, এটি এক সময় সেচ প্রকল্পের ড্রেন ছিল। দু-পাশের জমি মালিকদের কাছ থেকে এই জায়গার নেয়া হয়েছিল। প্রকল্পটি বর্তমানে নেই। তবে ড্রেন দিয়ে এলাকাবাসীর পানি নিস্কাশনসহ জমি চাষাবাদ করে থাকে। আমরা মানবিক দিক বিবেচনা করে পানি চলাচলের পাইপ দিয়ে পানি চলাচল স্বাভাবিক রেখে চলাচলের জন্য ব্যবাস্থ করে ছিলাম। 

বশির আহমদ আরো দাবী করেন, স্থানীয় বাসিন্দা জহির মিয়া, মুজিবুর ও মাহতাব মিয়া রাস্তার উপর বালি ফেলায় পানি নিষ্কাশনের পথটি বন্ধ হয়ে যায়। এতে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শুধু তাই নয় এলাকাবাসীর পানি নিষ্কাশনও হচ্ছে না। এ অবস্থায় সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহন করবে বলে আশা করি। 

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় বাসিন্দা মাহতাব মিয়া বলেন, ভূমির ৪০জন মালিক দলিল করে রাস্তা দিয়েছে। আমরা কোন রাস্তা বন্ধ করি নাই এবং পানি চলাচল বন্ধ করি নাই। বিষয়টি মীমাংসা করার জন্য বহুবার উদ্যোগ নেয়া হলেও তারা রাস্তার জন্য টাকা দাবী করছে। ভূমি মালিকরা যার যার জায়গার সামনে ভরাট করায় চলতি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ নিয়ে আদালতে মামলা চলমান। 

এদিকে স্থানীয়রা সমস্যা সমাধানে পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা করেছেন।  
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আনোয়ার হোসাইন বলেন, জলাবদ্ধতার বিষয়টি মৌখিকভাবে শুনলেও কেউ লিখিত অভিযোগ দেননি। তারপরও বিষয়টি খতিয়ে দেখব।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে