Dr. Neem on Daraz
Victory Day

অভাবের তাড়নায় দিনমজুরের আত্মহত্যা


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: আগস্ট ২২, ২০২১, ১২:০৩ এএম
অভাবের তাড়নায় দিনমজুরের আত্মহত্যা

ফাইল ছবি

খুলনাঃ মহানগরীর শিরোমণি পূর্বপাড়ায় অভাবের তাড়নায় মিলন শেখ (৩৫) নামে এক দিনমজুর কীটনাশক পানে আত্মহত্যা করেছেন।

শনিবার দুপুরে বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।

মৃত মিলন শেখ (৩৫) আটরা-গিলাতলা ইউনিয়নের শিরোমনি পূর্বপাড়ার শেখ নাজিম উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানিয়েছে, শনিবার দুপুরে ধানের পোকা দমনের জন্য ঘরে রাখা কীটনাশক পান করার পর ঘরের বাইরে এসে বমি করে চিৎকার করতে থাকে মিলন।

এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করেছে।

মৃত মিলনের পরিবার জানায়, কিছুদিন ধরে কর্মহীন থাকায় অভাবের তাড়নায় সে আত্মহত্যা করেছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে