Dr. Neem on Daraz
Victory Day

কুমিল্লায় ২৪ ঘণ্টায় শনাক্ত ১১২


আগামী নিউজ | গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২১, ২০২১, ০৬:৪০ পিএম
কুমিল্লায় ২৪ ঘণ্টায় শনাক্ত ১১২

ফাইল ফটো

কুমিল্লাঃ গত ২৪ ঘণ্টায় ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ৯%। এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন।
 
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন  বিকেলে আগামী নিউজ জেলা প্রতিনিধিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
 
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০আগস্ট  বিকেল থেকে ২১ আগস্ট  বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তদের মধ্যে ১৩ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা।
 
বাকিদের মধ্যে আদর্শ সদরের ২, সদর দক্ষিণের ৪, বুড়িচংয়ের ২৬, চান্দিনায় ১২,মনোহরগন্জ ১৩, চৌদ্দগ্রামের ১, দাউদকান্দির ১৩,বরুড়ার ৮ ,দেবিদ্বার ৬, তিতাসের ৫, নাঙ্গলকোটরে ৫, ব্রাক্ষণপাড়া  উপজেলার ৪ জন।
 
যারা মারা গেছেন তাদের মধ্যে  বুড়িচং, দাউদকান্দি ও মেঘনায় ১ জন করে রয়েছে। মৃতদের মধ্যে ২ জন নারী এবং ১ জন পুরুষ।
 
জেলায় এ পর্যন্ত ৩৭ হাজার ১৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৩১জন। এনিয়ে মোট সুস্থ হলেন ২৮ হাজার ৭ জন। 
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে