গাইবান্ধাঃ জেলার গোবিন্দগঞ্জে যাত্রীবাহি কোচের চাপায় তিন মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তালতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ থেকে তিন ব্যক্তি মোটর সাইকেল যোগে রংপুর অভিমুখে যাওয়ার সময় তালতলা ননুদহ ব্রীজের নিকট পৌছিলে রংপুর থেকে ঢাকাগামী পায়েল পরিবহনের একটি কোচ তাদের চাপা দিলে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ঘাতক কোচটি আটক করেছে।
নিহতরা হলো জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের দেবোত্তর রামনাথপুর গ্রামের শুকুর আলীর ছেলে করিম মেকার (৫০), তালুক কানুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানে বড় ভাই আবু তালেবের ছেলে ভূট্টু মিয়া (৪০) ও কালুগাড়ী গ্রামের নূর মোহাম্মদের ছেলে মাহবুব (৪৮)।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের দমকল কর্মী নূরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চত করে জানিয়েছেন। ঘটনার পর পরই ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের হস্তান্তর করা হয়েছে।