Dr. Neem on Daraz
Victory Day

নাটোরে শোক দিবসে বিভিন্ন কর্মসূচী পালন


আগামী নিউজ | আব্দুল মজিদ, নাটোর জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১, ০১:২৬ পিএম
নাটোরে শোক দিবসে বিভিন্ন কর্মসূচী পালন

ছবিঃ আগামী নিউজ

নাটোরঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিববুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী পালন করা হচ্ছে নাটোরে পৃথকভাবে। 

রবিবার (১৫আগষ্ট)  সকালে শহরের কানন্দিটিায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ নেতৃবৃন্দ।  এক মিনিট নিরবতা পালন, বিশেষ মোনাজাত করা হয় সেখানে।

অপরদিকে শহরের কানাইখালি পুরাতন বাস টার্মিনাল এলাকায় জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।

এদিকে পৃথক দুটি স্থানেই বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাসি কার্য়কর করার দাবী জানান নেতৃবৃন্দরা।

এছাড়াও জেলা প্রশাসক শামীম আহমেদ সভাপতিত্বে  জাতির পিতার জীবন ও মহান কীর্তি সম্পর্কে সকাল ১০ টায় সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার এবং যুব উন্নয়ন অধিদপ্তর ও বিসিকের পক্ষ থেকে উদ্যোক্তাদের মধ্যে ঋণ ও অনুদান বিতরণ করা হয়। আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শিমুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, স্থানীয় সরকার নাটোরের উপ-পরিচালক, জেলা পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ প্রমুখ।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে