ব্রাহ্মণবাড়িয়াঃ জেলার বিজয়নগর উপজেলায় ৬৫ বছর বয়সী একজন মহিলা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তিনি সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ৫৯ জন সহ জেলায় নতুন ১৬৮ জনের করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে। জেলায় সংক্রমণের হার ৩১.৪৮% ছাড়িয়েছে।
এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ১০৩২১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত জেলায় ৫৮০১ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।
সর্বশেষ জেলায় ১৪৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
শনিবার (১৪ আগস্ট ) রাত সাড়ে ৭টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।
গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র্যাপিড এন্টিজেন ল্যাবের ৫২১ টি রিপোর্টে নতুন আরও ১৬৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৫৯ জন, নাসিরনগর উপজেলায় ১৭ জন, সরাইল উপজেলায় ১৬ জন, আশুগঞ্জ উপজেলায় ০৪ জন, বিজয়নগর উপজেলায় ১০ জন, নবীনগর উপজেলায় ১৬ জন, আখাউড়া উপজেলায় ২০ জন, কসবা উপজেলায় ১৩ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ০৯ জন শনাক্ত হয়েছে।
সর্বশেষ জেলায় ১০৩২১ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৩৮৪৬ জন, নাসিরনগর উপজেলায় ২৭৯ জন, সরাইল উপজেলায় ৫৭৫ জন, আশুগঞ্জ উপজেলায় ৯৩৯ জন, বিজয়নগর উপজেলায় ২৮৯ জন, নবীনগর উপজেলায় ১৬৬২ জন, আখাউড়া উপজেলায় ৫২২ জন, কসবা উপজেলায় ১৪৭৬ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৭৩৩ জন শনাক্ত হয়েছে।
সর্বশেষ জেলায় ৫৮০১ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ২০৮৭ জন, নাসিরনগর উপজেলায় ২১০ জন, সরাইল উপজেলায় ২৮৭ জন, আশুগঞ্জ উপজেলায় ৬৭০ জন, বিজয়নগর উপজেলায় ১৮৯ জন, নবীনগর উপজেলায় ৭৯৮ জন, আখাউড়া উপজেলায় ৩৫০ জন, কসবা উপজেলায় ৮৪৮ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৩৬২ জন সুস্থ হয়েছে।
সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ৪১ জন, নাসিরনগর উপজেলায় ০৫ জন, সরাইল উপজেলায় ১২ জন, আশুগঞ্জ উপজেলায় ২০ জন, বিজয়নগর উপজেলায় ০৪ জন, নবীনগর উপজেলায় ৩২ জন, আখাউড়া উপজেলায় ১৯ জন, কসবা উপজেলায় ০৭ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ০৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১০৩২১ জন আক্রান্তের মধ্যে ৫৮০১ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৩৪৬ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ৪৩১৫ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ৬১ জন রোগী।
সর্বশেষ গত ২৪ ঘন্টায় জেলায় করোনা ভাইরাস শনাক্তের জন্য ৭০০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন ৫২১ জনের করোনার রিপোর্ট প্রকাশ হয়েছে৷
এখন পর্যন্ত জেলায় ৫৭০৮৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৫৬৮১৬ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ১০৩২১ জন আক্রান্ত হয়েছে৷