Dr. Neem on Daraz
Victory Day

তথ্য বিনোদন সেবায় এগিয়ে যাচ্ছে গোপালগঞ্জ বেতার


আগামী নিউজ | সৈয়দ আকবর হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১, ০২:৩৯ পিএম
তথ্য বিনোদন সেবায় এগিয়ে যাচ্ছে গোপালগঞ্জ বেতার

ছবি : আগামী নিউজ

বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। বাংলাদেশ বেতারের একটি আঞ্চলিক অফিস। এখান থেকে এফএম ফ্রিকুইন্সি এর মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার করে শ্রোতাদের প্রশংসা পাচ্ছে। কিছু কিছু সমস্যা থাকলেও বেতার কেন্দ্রটি নিজস্ব উদ্যোগ নিয়ে অনুষ্ঠান তৈরী এবং সম্প্রচার করছে। যা প্রতিনিয়তই শ্রোতামন্ডলি গানিতিক হারে বাড়ছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সংগীত, কবিতা আবৃতি, নাটক, ম্যাগাজিন, আঞ্চলিক সাংস্কৃতিক অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার, স্বাস্থ্য ও কৃষি বিষয়ক অনুষ্ঠান, আলোচনা, উন্নয়নমূলক আলোচনা, উন্নয়নমূলক প্রতিবেদন ইত্যাদি। বিশেষ দিনে সম্প্রচার হয় বিশেষ বিশেষ অনুষ্ঠান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমিতে ২০১৮ সালের ১ নভেম্বর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ (এফএম ৯২.০ মেগাহার্জ) কেন্দ্র। প্রতিষ্ঠা লগ্ন থেকে কেন্দ্রটি জাতির পিতার নীতি -আদর্শ, অসাম্প্রদায়িক চেতনা লালন করে এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রতি দায়বদ্ধ থেকে জেলার তৃণমূল মানুষের জীবন মান উন্নয়নে তথ্য, শিক্ষা ও বিনোদন মূলক অনুষ্ঠান প্রচার করে আসছে। এসব অনুষ্ঠানে গোপালগঞ্জ এলাকার বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জেলা প্রশাসক, চেয়ারম্যান, শিক্ষাবিদ, মেয়র, বিভিন্ন সরকারী- বেসরকারী প্রতিষ্ঠানের কর্মরত ব্যক্তিবর্গ, সাংবাদিক, স্থানীয় শিল্পী উপস্থাপকবৃন্দ অংশগ্রহণ করে আসছেন।

কেন্দ্রটি তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের নির্দেশনায় মুজিব বর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং শোকের মাস আগস্ট ২০২১ যথাযথ গুরুত্ব সহকারে পালনে প্রচার করছে বিশেষ বিশেষ অনুষ্ঠানমালা।

বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ আগামী ১৫ আগস্ট -২০২১ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। অনুষ্ঠান সমূহের মধ্যে রয়েছে -সকাল ৮টা ১০ মিনিটে বিশেষ গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান মৃত্যুঞ্জয়ী মুজিব, সকাল ৮টা ২৫ মিনিটে “তুমি রবে কোটি জনতার হৃদয়ে” শিরোনামে গ্রন্থনাবদ্ধ গানের অনুষ্ঠান, সকাল ৮টা ৪০ মিনিটে “ধ্রুবতারা” শিরোনামে কবিতা আবৃত্তির অনুষ্ঠান, সকাল ৯টা ০৫ মিনিটে বিশেষ আলোচনা অনুষ্ঠান “বাঙ্গালির অস্তিত্বে বঙ্গবন্ধু”, অংশ নিবেন গোপালগঞ্জের জেলা প্রশাসক জনাব শাহিদা সুলতানা, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব চৌধুরী এমদাদুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভি সি প্রফেসর ড এ কিউ এম মাহবুব। সকাল ৯টা ৩০ মিনিটে “চিরঞ্জীব বঙ্গবন্ধু” শিরোনামে শিশু-কিশোরদের অংশগ্রহণে গোষ্টিভিত্তিক বিশেষ অনুষ্ঠান, সকাল ১০টা ৩০মিনিটে বঙ্গবন্ধুর দেশে-বিদেশে প্রদত্ত গুরুত্বপূর্ণ ভাষণের উপর ভিত্তি করে গ্রন্থিত অনুষ্ঠান “বজ্রকন্ঠের অমরত্ব” , আরো থাকবে মোঃ মোজাম্মেল হোসেন মুন্নার উপস্থাপনায় গোপালগঞ্জ জেলায় জাতীয় শোক দিবসের কর্মসূচি নিয়ে বিশেষ বেতার বিবরণী, জাতির পিতাকে নিবেদিত বিভিন্ন খ্যাতিমান শিল্পীদের গাওয়া গান, মুজিববর্ষের গান এবং থাকবে সমসাময়িক বিষয়- করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে করণীয়, বন্যায় করণীয় ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক জনকল্যানমূলক বার্তা। এছাড়া বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত জাতীয় শোক দিবসের জাতীয় অনুষ্ঠান বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রের মাধ্যমে রীলে করা হবে।

স্থানীয় লুপ্তপ্রায় সাংস্কৃতিক কর্মকান্ড পুণ:রুদ্ধার করে তা বেতারে প্রচারিত হলে স্রোতা সংখ্যা বাড়বে, তাছাড়া তথ্য বিনোদন, এলাকার শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যক্রম নিয়ে তথ্যভিত্তিক অনুষ্ঠান এবং উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তৈরী হলে তা বেশী গণমুখী হবে। বেতারের স্রোতাও বেড়ে যাবে । এমনটাই প্রত্যাশা করেন বিশিষ্টজনসহ সকলে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে