Dr. Neem on Daraz
Victory Day

গৌরীপুরে এসিল্যান্ড নিকহাত আরার যোগদান


আগামী নিউজ | হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১২, ২০২১, ০৭:০৬ পিএম
গৌরীপুরে এসিল্যান্ড নিকহাত আরার যোগদান

ছবিঃ আগামী নিউজ

ময়মনসিংহঃ জেলার গৌরীপুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোসাঃ নিকহাত আরা বৃহস্পতিবার (১২ আগস্ট) যোগদান করেছেন।

অপরদিকে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে (৯ আগস্ট) ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন।

এ বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, মোসাঃ নিকহাত আরা এর আগে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। উনার বাড়ি লালমনিরহাটে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন। তিনি ৩৬তম বিসিএসের একজন ক্যাডার। তাঁর স্বামী ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত আছেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে