Dr. Neem on Daraz
Victory Day

ফরিদপুরে মৃত্যু ৭


আগামী নিউজ | সুমন ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১২, ২০২১, ১১:০২ এএম
ফরিদপুরে মৃত্যু ৭

ফাইল ফটো

ফরিদপুরঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনায় ও উপসর্গে ৭জনের মৃত্যু। গত ২৪ ঘন্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৪৭৬ নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে ১৪৯ জন। এই সময়ে করনায় ও উপসর্গ নিয়ে মারা গেছে ৭ব্যক্তি।
 
ফরিদপুর জেলা সিভিল সার্জন  অফিস সুত্রে জানায়, ফরিদপুর পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলায় মোট নমুনা পরীক্ষা হয়েছে  ৪৭৬টি এর মধ্যে শনাক্ত হয়েছে ১৪৯জন।
 
এদিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায ৭ ব্যক্তির মৃত্যু হয়েছে।
 
এদের মধ্যে করোনা শনাক্ত হয়ে ৪জন এবং উপসর্গ নিয়ে আরো ৩ জন মারা গেছেন। শনাক্তের হার ৩১.৩০ জেলার স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে, এ পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৫৬৫জন।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে