নওগাঁঃ জেলার ধামইরহাটে ভগ্নিপতির বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে উপজেলার চকচৈতন্যপুর গ্রামে। এ ব্যাপারে শ্যালিকা বাদী হয়ে ভগ্নিপতির বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে প্রেক্ষিতে রাতেই ভগ্নিপতি বাড়িতে অভিযান চালিয়ে ধর্ষক জুয়েল হোসেনকে পুলিশ আটক করেন।
থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চকচৈতন্যপুর গ্রামের জুয়েল হোসেন এর শ্যালিকা (২১) গত শনিবার বিকেলে দুলাভাইয়ের বাড়ীতে বেড়াতে আসে। রাতে খাওয়া শেষে শ্যালিকা অন্য ঘরে ঘুমাতে যায়। এ সময় ভগ্নিপতি জুয়েল হোসেন ওই ঘরে প্রবেশ করে জোর পূর্বক শ্যালিকার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরবর্তীতে শ্যালিকা বিষয়টি তার পরিবারকে জানায়। পরিবারের সিদ্ধান্ত মোতাবেক জুয়েলের বিরুদ্ধে থানায় ৮ আগষ্ট একটি ধর্ষণ মামলা দায়ের করে। জুয়েল হোসেন চকচৈতন্যপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মমিন বলেন, বাদীর লিখিত অভিযোগটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হিসেবে গ্রহন করা হয়েছে। এবং রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত দুলাভাই জুয়েল হোসেনকে আটক করে নওগাঁ কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে। ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্নের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।