Dr. Neem on Daraz
Victory Day

শরণখোলায় বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে দোয়া ও সেলাই মেশিন বিতরণ


আগামী নিউজ | মোঃ নাজমুল ইসলাম সবুজ , শরণখোলা প্রতিনিধিঃ প্রকাশিত: আগস্ট ৮, ২০২১, ০৫:২৪ পিএম
শরণখোলায় বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে দোয়া ও সেলাই মেশিন বিতরণ

ছবিঃ আগামী নিউজ

বাগেরহাটঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় সহধর্মিণী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম শুভ জন্মদিনে তার অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে।

রবিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ে নির্বাহী অফিসার খাতুনে জান্নাতের সভাপতিত্বে শরণখোলা উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা,দোয়া ও মিলাদ এবং অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত, মহিলা ভাইসচেয়ারম্যান রাহিমা আক্তার হাসি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা আঃ হাই প্রমূখ। 

প্রধান অতিথি রায়হান উদ্দিন শান্ত বলেন,  বঙ্গবন্ধু বঙ্গমাতাকে খুব ভালোবাসতেন, ভালো জানতেন ও সম্মানের চোখে দেখতেন। বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর জীবনে সুখ-দুঃখের সঙ্গী। জাতির পিতার জীবনের কঠিন দিনগুলোতে বঙ্গমাতাই আওয়ামী লীগ, ছাত্রলীগ ধরে রেখেছেন। তখন দুটো সংগঠন ছিল। একটি আওয়ামী লীগ, অপরটি ছাত্রলীগ। কৃষক লীগ, শ্রমিক লীগ, যুবলীগসহ অন্যান্য সংগঠন পরে হয়েছে।

 সভাপতির বক্তব্যে খাতুনে জান্নাত বলেন, জাতির পিতার নাম স্বদেশের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী পরম শ্রদ্ধায় উচ্চারিত হওয়ার নেপথ্যে ছিলেন তার প্রিয় সহধর্মিণী। আমৃত্যু নেপথ্যে থেকে জীবনসঙ্গী হিসেবে পরম মমতায় বঙ্গবন্ধুকে আগলে রেখেছিলেন এই মহীয়সী নারী। স্বাধীন বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকগুলোতে বাস্তবোচিত ও দূরদর্শী সিদ্ধান্ত দিয়ে তিনি বাঙালির জাতীয় মুক্তিসংগ্রামকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয়ায় অনন্য ও ঐতিহাসিক অবদান রেখেছেন।

উল্লেখ্য ১৯৩০ খ্রিস্টাব্দের ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জন্মগ্রহণ করেন। আজ তিনি বেঁচে থাকলে ৯২ বছরে পা দিতেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে