Dr. Neem on Daraz
Victory Day

কুষ্টিয়ায় করোনায় ১২ জনের মৃত্যু


আগামী নিউজ | হুমায়ুন কবির, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৮, ২০২১, ১২:৩৯ পিএম
কুষ্টিয়ায় করোনায় ১২ জনের মৃত্যু

ফাইল ফটো

কুষ্টিয়াঃ গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন মারা গেছেন উপসর্গ নিয়ে। একই সময়ে ৪৯৯ টি নমুনা পরীক্ষা করে ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৮৪ শতাংশ।

এর আগে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়। এদের মধ্যে একজন মারা যান উপসর্গ নিয়ে। একই সময়ে ২১৯ টি নমুনা পরীক্ষা করে ৭৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩৪ দশমিক ২৪ শতাংশ।

শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। এই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ১৩৩ জন।

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোমেন এ তথ্য জানান।

তিনি বলেন, করোনায় ও উপসর্গ নিয়ে মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্ত্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।

আব্দুল মোমেন জানান, বর্তমানে হাসপাতালে ২৫৭ জন রোগী ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন দুই হাজার ৭৮১ জন।

কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮০৮ জন এবং মারা গেছেন ৬১৮ জন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে