শরীয়তপুরঃ জেলার ছয়টি উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। এ কর্মসূচি জেলা পর্যায়ে শরীয়তপুরের নর বালাখানা স্কুলে টিকাদান কেন্দ্র উদ্বোধন করেন শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মন্দীপ ঘোড়াই। জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান।
এ সময় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য পুলিশ বাহিনী কর্তৃক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখেন।
টিকা দেওয়ার বিষয় জানা যায়, শরীয়তপুর জেলায় দুইদিনে প্রায় ৪৩ হাজার মানুষকে টিকা দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন সূত্র।
প্রথম ধাপের এই কর্মসূচিতে অগ্রাধিকার পাচ্ছেন প্রথমেই বয়স্ক ব্যক্তি, নারী ও শারীরিক প্রতিবন্ধীরা।