Dr. Neem on Daraz
Victory Day

নেত্রকোণায় বিশ লক্ষ টাকার ভারতীয় শাড়ী ও থ্রিপিস আটক


আগামী নিউজ | নেত্রকোণা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৬, ২০২১, ০৩:১৬ পিএম
নেত্রকোণায় বিশ লক্ষ টাকার ভারতীয় শাড়ী ও থ্রিপিস আটক

নেত্রকোণা:  জেলার দুর্গাপুর সীমান্তে প্রায় বিশ লাখ টাকার ভারতীয় শাড়ী ও থ্রিপিস আটক করেছে বিজিবি।  

বিজিবি’র সূত্র জানায়, বৃহষ্পতিবার সন্ধ্যার দিকে ৩১ বিজিবি’র একটি টহল দল জেলার দুর্গাপুর উপজেলার নলুয়াপাড়া সীমান্তের ১১৬১ নং সীমান্ত পিলারের তিনশত গজ বাংলাদেশ অভ্যন্তরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভারতীয় কাতান শাড়ী একশত পঁচিশ পিস এবং দুইশত পঞ্চাশ পিস জর্জেট থ্রিপিস জব্দ করা হয়। যার বাজার মূল্য ঊনিশ লাখ সাইত্রিশ হাজার পাঁচশত টাকা। নলুয়াপাড়া বিওপি’র নায়েব সুবেদার নূর মোহাম্মদ বাদশার নেতৃত্বে দশ সদস্যের একটি বিজিবির টহল দল অভিযান পরিচালনা করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নেত্রকোণা বিজিবি ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক এ.এস.এম জাকারিয়া বলেন, সীমান্তের চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে। তবে এ অভিযানে চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে