Dr. Neem on Daraz
Victory Day

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ১৯৪ জনের করোনা শনাক্ত


আগামী নিউজ | মো. আজহার উদ্দীন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৫, ২০২১, ০৬:৪৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ১৯৪ জনের করোনা শনাক্ত

ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়াঃ সদর উপজেলায় নতুন ৭০ জন সহ জেলায় নতুন ১৯৪ জনের করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় করোনা সংক্রমণের হার ৩১.০৪ % ছাড়িয়ে।

এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৮৯৬১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় ৫০৮৬ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।

সর্বশেষ জেলায় ১১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

বৃহস্পতিবার (০৫ আগস্ট ) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন ল্যাবের ৬২৫ টি রিপোর্টে নতুন আরও ১৯৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৭০ জন, নাসিরনগর উপজেলায় ০২ জন, সরাইল উপজেলায় ১২ জন, আশুগঞ্জ উপজেলায় ০৭ জন, বিজয়নগর উপজেলায় ১৩ জন, নবীনগর উপজেলায় ৩৯ জন, আখাউড়া উপজেলায় ০৯ জন, কসবা উপজেলায় ২৫ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ১৭ জন শনাক্ত হয়েছে।

সর্বশেষ জেলায় ৮৯৬১ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৩৩৪৮ জন, নাসিরনগর উপজেলায় ২৩১ জন, সরাইল উপজেলায় ৪৭৮ জন, আশুগঞ্জ উপজেলায় ৮২১ জন, বিজয়নগর উপজেলায় ২৩৮ জন, নবীনগর উপজেলায় ১৫১১ জন, আখাউড়া উপজেলায় ৪৫৪ জন, কসবা উপজেলায় ১২৫০ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৬৩০ জন শনাক্ত হয়েছে।

সর্বশেষ জেলায় ৫০৮৬ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৯৩৩ জন, নাসিরনগর উপজেলায় ১৭৪ জন, সরাইল উপজেলায় ২৪০ জন, আশুগঞ্জ উপজেলায় ৫০৪ জন, বিজয়নগর উপজেলায় ১৬৩ জন, নবীনগর উপজেলায় ৬৯২ জন, আখাউড়া উপজেলায় ৩১৬ জন, কসবা উপজেলায় ৭৪১ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৩২৩ জন সুস্থ হয়েছে।

সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ১১৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ৩৭ জন, নাসিরনগর উপজেলায় ০৫ জন, সরাইল উপজেলায় ০৯ জন, আশুগঞ্জ উপজেলায় ১৩ জন, বিজয়নগর উপজেলায় ০৩ জন, নবীনগর উপজেলায় ২৭ জন, আখাউড়া উপজেলায় ১৭ জন, কসবা উপজেলায় ০৪ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ০৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৮৯৬১ জন আক্রান্তের মধ্যে ৫০৮৬ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭৫৬ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ৩৬৬১ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ৯৫ জন রোগী।

সর্বশেষ গত ২৪ ঘন্টায় জেলায় ৯৩৩ জনের করোনা ভাইরাসের শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন ৬২৫ জনের করোনার রিপোর্ট প্রকাশ হয়েছে৷

এখন পর্যন্ত জেলায় ৫৩৩৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৫২০১৮ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৮৯৬১ জন আক্রান্ত হয়েছে৷

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে