দিনাজপুরঃ করোনা মহামারিতে ধারাবাহিক সংক্রমণে চলতি জুলাই মাসে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা মোট ১২ হাজার অতিক্রম করে। যার মধ্যে চলতি মাস জুলাইয়ে করোনা আক্রান্ত মোট ৪ হাজার ১৫১ জন এবং কোভিডে এ মাসে মৃত্যু মোট ৭১ জন।
বৈশ্বিক মহামারী করোনায় সারা দেশব্যাপী ধারাবাহিক লকডাউনের পরও লাগাম টেনে ধরা যাচ্ছে না।ক্রমেই বেড়ে চলেছে সংক্রমণ,দীর্ঘ হচ্ছে মৃত্যুর সংখ্যা।ইতিমধ্যে জেলায় সংক্রমণ সংখ্যা ছাড়িয়েছে ১২ হাজার মোট মৃত্যুও প্রায় ২৫০ এর কাছাকাছি।
জেলা সিভিল সার্জন অফিসের সর্বশেষ হালনাগাদ তথ্য অনু্যায়ী শুধু মাত্র জুলাই/২১ মাসেই কোভিডে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১৫১ জন। মোট মৃত্যু ৭১ জন আর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা যোগ করলে সংখ্যা দাঁড়াবে প্রায় একশর জনের উপড়ে।নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার এ মাসে ৩৮ দশমিক ২২ শতাংশ দিয়ে শুরু হলেও সর্বোচ্চ সনাক্তের হার ৫৮ দশমিক ৬৯ শতাংশ পর্যন্ত পৌঁছায়।যা পর্যায় ক্রমে নেমে সারা মাসে প্রায় ৩০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ ছিল।
গত ২৪ ঘন্টায় ৩১ জুলাই (বৃহষ্পতিবার) আজ নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫ জন,মৃত্যু ১ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ২ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬৩ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ১৯৪ জন। ভর্তি রোগীদের মধ্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ১৪৩ জন, আধুনিক হাসপাতাল( সদর) ২৮ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুলোতে ২৩ জন। জেলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা মোট ১ হাজার ১৮৭ জন।জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত মোট ১২ হাজার ৬১৯ জন ,সুস্থ হয়েছেন ১১ হাজার ১৯৪ জন এবং মৃত্যু ২৩৯ জন।