Dr. Neem on Daraz
Victory Day

বরিশালে আরও ২০ জনের প্রাণহানি, আক্রান্ত ৬৫৬


আগামী নিউজ | জহির খান, বরিশাল জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ১২:১২ পিএম
বরিশালে আরও ২০ জনের প্রাণহানি, আক্রান্ত ৬৫৬

ফাইল ছবি

বরিশালঃ গোটা দক্ষিণাঞ্চলে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ফের বেড়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬৫৬ জন আক্রান্ত হয়েছেন। যার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছেন বরিশাল জেলার বাসিন্দারা। যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২ হাজার ৮৪ জন। 

তথ্য নিশ্চিত করে বৃহস্পতিবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৫৬ জন।

একই সময়ে ভাইরাসটির উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও ৯ জন ও করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জন রোগী মৃত্যুবরণ করেছেন। শেবাচিমে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে দুইজন বরিশালের। এছাড়া গত ২৪ ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিভাগের ঝালকাঠিতে ৩ জন, পটুয়াখালীতে ২ জন, বরগুনায় ২ জন, ভোলায় একজন ও পিরোজপুরে ১ জনসহ মোট ১১ জন মারা গেছেন। এনিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৪৫৩ জনে দাঁড়িয়েছে। 

তিনি আরও জানান, ভাইরাসটিতে নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল জেলায় ২৬৫ জন। এনিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৩০ জনে। এরপর পটুয়াখালীতে নতুন ১৭৮ জন সহ ৪ হাজার ১২৯ জন, ভোলায় নতুন ১১৩ জন সহ মোট ৩ হাজার ৫১৫ জন, ঝালকাঠিতে নতুন ৪৮ জন সহ মোট ৩ হাজার ৯০২ জন, বরগুনায় নতুন ২৮ জন সহ মোট ২ হাজার ৭৭৪ জন এবং পিরোজপুরে নতুন ২৪ জন সহ মোট ৪ হাজার ২৩৪ জন। এর মধ্যে বিভাগে এ পর্যন্ত মোট ১৮ হাজার ৬৩৮ জন রোগী সুস্থ হয়েছেন। 

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ৯ জন রোগীর মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আর টি পিসি আর ল্যাবে পাঠোনো হয়েছে। 

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আরও ৩ জন রোগী মারা গেছেন। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২৯৩ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৭৬২ জনের মৃত্যুবরণ করেছেন। 

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৭ জন ও করোনা আইসোলেশন ওয়ার্ডে ২৭ জনসহ মোট ৫৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৬৭ জন ও আইসোলেশন ওয়ার্ডে ১৩৪ জন সহ মোট ৩০১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। 

প্রসঙ্গত, দেশে করোনা মহামারির শুরুতে ২০২০ সালের ৯ মার্চ নারায়ণগঞ্জ ফেরত পটুয়াখালীর দশমিনা উপজেলার এক শ্রমিক বরিশাল বিভাগের মধ্যে সর্বপ্রথম আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে