Dr. Neem on Daraz
Victory Day

মধুখালীতে পাট কাটা ও জাগ দেওয়ায় ব্যস্ত কৃষকরা


আগামী নিউজ | সালেহীন সোয়াদ সাম্মী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৮, ২০২১, ০২:২৭ পিএম
মধুখালীতে পাট কাটা ও জাগ দেওয়ায় ব্যস্ত কৃষকরা

ছবিঃ আগামী নিউজ

ফরিদপুরঃ মধুখালী উপজেলায় পাট কাটা ও জাগ দেওয়া নিয়ে কৃষকেরা এখন ব্যস্ত সময় পার করছেন। উপজেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে বেশি পাট চাষ হয়েছে।
 
সরেজমিনে গিয়ে দেখা যায বৃষ্টিপাতে নদীনালা-খালবিল-ডোবায় পানি জমলেও উপজেলার বিভিন্ন স্থানে পানির সংকট রয়েছে। যেখানে পাট পচানোর উপযোগী পানি রয়েছে সেখানে জাগ দেওয়া ও আঁশ ছাড়ানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন পাটচাষিরা।
 
কোরকদী ইউনিয়নের আড়পাড়া গ্রামের কৃষক মোঃ আকরাম বলেন, আমার জমিতে এবার  পাটের ফলন ভালো হয়েছে। এখন কেটে জাগ দিয়ে শুখাতে হবে। বাজার ভালো হলে এ বছর আমরা (কৃষকরা) লাভবান হতে পারব।
 
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান বলেন, চলতি বছর ৮ হাজার ৩ শত ৫২ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ছিল। আবাদ হয়েছে ৮ হাজার ৫ শত ৫৩ হেক্টর। এতে লক্ষ্যমাত্রার চেয়ে ২ শত ১ হেক্টর জমিতে বেশি পাট চাষ হয়েছে। উপজেলার প্রায় অর্ধেক পাট কাটা হয়ে গিয়েছে। এখন কৃষকরা পাট কাটা, জাগ দেওয়ায় ও আশঁ ছাড়াতে ব্যস্ত আছে। আশা করা যাচ্ছে এ বছর পাটের ফলন হবে আশাব্যঞ্জক।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে