নাজিরপুরে খালের উপরে ১৫০ ফুট লম্বা বাঁশ ও কাঠের সাঁকো তৈরী
আগামী নিউজ | নাছরুল্লাহ আল কাফী, পিরোজপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৬, ২০২১, ০২:৩০ পিএম
ছবিঃ আগামী নিউজ
পিরোজপুরঃ দীর্ঘ ৩০ বছরের পরে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গোমস্তা বাড়ির সামনে নদীর উপর ১৫০ ফুট বাশ ও কাঠের সাঁকো নির্মাণ করা হয়েছে যা দেখতে জনতার ঢল নামছে এলাকায়।
উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের ৩ টি ওয়ার্ডের জনসাধারণের দীর্ঘ ৩০ বছরের দাবী ছিলো একটি ব্রীজের। দেশে করোনাকালীন সময় থাকায়, স্থানীয় ইউপি চেয়ারম্যান হাসনাত ডালিম উক্ত বিষয়টি মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম'কে বিষয়টি অবহিত করেন। মন্ত্রীর বরাদ্দকৃত ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে, নয়াভিরাম বাঁশ ও কাঠের ১৫০ ফুট লম্বা সাঁকোটি ১২ দিনে নির্মান করা হয়।
রবিবার (২৫ জুলাই) বিকালে দৃষ্টি নন্দন সাকোটি দেখার জন্য জনতার ঢল দেখা গেছে। গোমস্তা বাড়ির সামনে খালের উপর বাঁশ ও কাঠের সাঁকো নির্মান হওয়ায়, বৈঠাকাটা মাহমুদিয়া মাদ্রসা ও কলারদোয়ানিয়া হাইস্কুলের সাথে যোগাযোগের ব্যবস্তা হওয়াতে ৩টি ওয়ার্ডের জনসাধারণের মিলনমেলা দেখাগেছে।
ইউপি চেয়ারম্যান হাসনাত ডালিম বলেন, বিগত ১৫ বছরে যে উন্নয়ন হয়নি। মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম নিবার্চিত হওয়ার পর থেকে, এই ইউনিয়নের উন্নয়নের চিত্র পাল্টে গেছে। সুধু এই ইউনিয়নের উন্নয়নের চিত্র পাল্টায়নি পিরোজপুর ১ আসনের উন্নয়নের চিত্র পাল্টে গেছে। মন্ত্রী মহোদয় ও সরকারের কাছে দাবী এখানে একটি আয়রন ব্রীজ অতিব জরুরী।