Dr. Neem on Daraz
Victory Day

বালিয়াকান্দি’র আবাসনের ‘ক্যাফে বহরপুর’কে জরিমানা ২০ হাজার


আগামী নিউজ | অনিক সিকদার প্রকাশিত: জুলাই ২৫, ২০২১, ০৯:৫০ পিএম
বালিয়াকান্দি’র আবাসনের ‘ক্যাফে বহরপুর’কে জরিমানা ২০ হাজার

ছবি: সংগৃহীত

রাজবাড়ীঃ জেলার বালিয়াকান্দিতে কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমান আদালতে ৫জন ব্যবসায়ীকে ২৫ হাজার ২ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে বালিয়াকান্দি’র বহরপুর ইউনিয়নের বারুগ্রাম আবাসন, নারুয়া বাজার, নারুয়া ঘাট, সোনাকান্দর ঘাট, বালিয়াকান্দি বাজারসহ বিভিন্ন বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

স্বাস্থ্যবিধি অমান্য করে ব্যবসা পরিচালনা করায় বারুগ্রামে আবাসনে ‘ক্যাফে বহরপুর’কে ২০ হাজার টাকা, বহরপুর বাজারের কাপড়ের দোকানকে ১ হাজার টাকা, নারুয়া বাজারের টিভি ও ফ্রিজের দোকানকে ২ হাজার টাকা, সোনাকান্দর ঘাটে ২ শত টাকা, বালিয়াকান্দি বাজারের একটি হোটেল ব্যবসায়ীকে ২ হাজার টাকাসহ ৫টি মামলায় মোট ২৫ হাজার ২ শত টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতকে রাজবাড়ী পুলিশ লাইন্সের পুলিশের একটি দল সহযোগিতা করেন।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, করোনা সংক্রমণরোধে সরকার যে বিধিনিষেধ আরোপ করেছে তা বাস্তবায়নে প্রশাসন কঠোরভাবে মাঠে রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে এই অভিযান। এমন অভিযান চলমান থাকবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে