রাঙামাটিঃ কয়েক দিনের বৃষ্টির কারণে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়েছে। চলতি সপ্তাহে কাপ্তাই ও রাঙামাটি জেলায় বৃষ্টিপাত হওয়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে বলে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের জানান।
তিনি জানান, রুলকার্ভ অনুযায়ী গতকাল শনিবার (২৪জুলাই) সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির পরিমান থাকার কথা ৮৭.৪৮ এমএসএল। সেখানে পানি আছে ৮৪.১৭ এমএসএল(মীন সী লেভেল)।কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ২ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারনে বন্ধ রয়েছে। বর্তমানে ৪টি ইউনিট চালু আছে। ১নং ইউনিটে ৩০ মেগাওয়াট, ৩নং ইউনিটে ৩৫ মেগাওয়াট, ৪নং ইউনিটে ৩০ মেগাওয়াট এবং ৫নং ইউনিটে ৩০ মেগাওয়াটসহ সর্বমোট ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
এদিকে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানাগেছে, গত সপ্তাহে গড়ে দৈনিক ১শ' মেঃওয়াটের নীচে বিদ্যুৎ উৎপাদন হয়েছে। কিন্তু বর্তমানে কাপ্তাই হ্রদের পানির পরিমান বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন অনেকটা বেড়েছে। বৃষ্টিপাত বাড়লে উৎপাদন ক্ষমতা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন।