Dr. Neem on Daraz
Victory Day

শরীয়তপুরে করোনায় আক্রান্ত ৬১: মৃত্যু ২


আগামী নিউজ | মোঃ জামাল হোসেন, শরীয়তপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৩, ২০২১, ০২:৫৮ পিএম
শরীয়তপুরে করোনায় আক্রান্ত ৬১: মৃত্যু ২

ছবিঃ আগামী নিউজ

শরীয়তপুরঃ বাড়তে শুরু করেছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা, জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬১ জন।
 
এছাড়াও জানা গেছে জেলার ডামুড্যা উপজেলায় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের এবং ভেদরগঞ্জ উপজেলায় নতুন করে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নতুন আক্রান্ত রোগীরা হলেন, নড়িয়া উপজেলায় ২৫ জন, ভেদরগঞ্জ উপজেলায় ৪ জন, ডামুড্যা উপজেলায় ১৫ জন, গোসাইরহাট ১৭ জন সহ মোট আক্রান্ত ২৪ ঘন্টায় নতুন করে ৬১ জন বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য প্রশাসন। 
 
আজ শুক্রবার  (২৩ জুলাই) জেলা স্বাস্থ্য প্রশাসন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
 
এ দিকে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ডামুড্যা উপজেলায় ১ এবং ভেদরগঞ্জ উপজেলায় ১ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও নতুন করে জেলায় সুস্থ হয়েছেন ৩১ জন। 
 
এ ছাড়াও গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ ও পরীক্ষার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে ১১৯ জনের। তবে এ পর্যন্ত মোট জেলায় নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছে মোট ১৫৬৭৪ জনের। 
 
এতে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার ফলাফল হাতে এসেছে ১১৯ জনের। এ ছাড়াও এ পর্যন্ত নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফল মোট এসেছে ১৫৩৫৫ জনের। 
 
গত ২৪ ঘন্টায় জেলায় ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে , তবে করোনার প্রথম থেকে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু বরণ করেছেন ৪১ জন।যার মধ্যে সদরে ৬ জন,জাজিরা ৩ জন, নড়িয়া ১৮ জন,ভেদরগঞ্জ ৮ জন,ডামুড্যা ৫ জন,এবং গোসাইরহাট ১ জন সহ সর্বমোট মিলিয়ে ৪১ জন।
 
সুস্থের বিষয়ে জানতে চাইলে জানা যায়, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩১ জন। এছাড়াও জেলায় মোট সুস্থ এখন পর্যন্ত ২৬০৫ জন। যার মধ্যে এ পর্যন্ত সদরে ১০৫৩ জন, জাজিরা ২৭৫ জন, নড়িয়া ৩১০ জন, ভেদরগঞ্জ ৩৮১ জন, ডামুড্যা ২৫৫ জন, এবং গোসাইরহাট ৩৩১ জন সহ মোট মিলিয়ে ২৬০৫ জন।
 
এ ছাড়াও বর্তমানে সক্রিয় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৯৩৭ জন। বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে