Dr. Neem on Daraz
Victory Day

খাগড়াছড়িতে সাবেক ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা


আগামী নিউজ | আশরাফুল ইসলাম বেলাল,খাগড়াছড়ি প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ০৯:৪৩ পিএম
খাগড়াছড়িতে সাবেক ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

ছবিঃ আগামী নিউজ

খাগড়াছড়িঃ পাহাড়ে একের পর এক ঝরছে তাঁজাপ্রাণ। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে জীবন দিতে হচ্ছে আঞ্চলিক সংগনের সাথে যুক্তদের। ফলে পাহাড়ে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। বাড়ছে পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে প্রতিহিংসা।   

খাগড়াছড়ির পানছড়ি উপজেলাধীন মরাটিলা এলাকায় খল কুমার ত্রিপুরা ওরফে সাগর (২৮) নামের ইউপিডিএফ প্রসীত পন্থী (মুল) গ্রুপের সাবেক এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রবিবার (১৮ জুলাই ২১) সকাল ৯টার সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সাগর মরাটিলা গ্রামের অলি মোহন ত্রিপুরার ছেলে।

সূত্রে জানাযায়, খল কুমার ত্রিপুরা (সাগর) পানছড়ি বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। মরাটিলা দোকানের পাশের রাস্তায় গাড়ীর জন্য অপেক্ষমান অবস্থায় অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। 

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইউপিডিএফ-এর পক্ষ থেকে খল কুমার ত্রিপুরা ওরফে সাগরকে ইউপিডিএফ তাদের সাবেক কর্মী বলে দাবী করেন। সংগঠনটি এক বিবৃতিতে আরো জানান, বিগত এক বছর আগে খল কুমার ত্রিপুরা (সাগর) দলীয় কাজ থেকে ইস্তফা দিয়ে পারিবারিক কাজে নিজেকে নিয়োজিত করে সাধারণ জীবন-যাপন করে আসছে।   

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সাগরের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবী জানান ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অনি চাকমা। ইউপিডিএফ (প্রসীত পন্থী) গ্রুপের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে