Dr. Neem on Daraz
Victory Day

গোবিন্দগঞ্জে পরিত্যক্ত বাড়ির বারান্দা থেকে লাশ উদ্ধার


আগামী নিউজ | মানিক সাহা, জেলা প্রতিনিধি, গাইবান্ধা: প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ০৬:১৫ পিএম
গোবিন্দগঞ্জে পরিত্যক্ত বাড়ির বারান্দা থেকে লাশ উদ্ধার

ফাইল ছবি

 গাইবান্ধা: জোরপূর্বক বিয়ের পর নাবালিকা মেয়েকে স্বামীর বাড়িতে না পাঠিয়ে বিবাহ বিচ্ছেদ করায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরফরাজ মন্ডল (৫৫) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে থানায় মামলা দায়ের করা হরা হয়েছে। রোববার উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কৃষ্ণপুর ছয়ঘড়িয়া গ্রামে পরিত্যক্ত একটি বাড়ির বারান্দা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তি পাশর্^বর্তী বিলভর্তি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী জানান, সরফরাজ মন্ডল গতকাল শনিবার বিকালে পাশ্ববর্তী দাঁড়িদহ হাটে যায়। রাতে তিনি আর বাড়ি  ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পরেও তাঁর সন্ধান পায়নি। রোববার সকালে পাশ্ববর্তী কৃষ্ণপুর ছয়ঘরিয়া গ্রামের জনৈক মিঠুৃ মিয়ার অব্যবহৃত  একটি বাড়ির বারান্দায় স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। গোবিন্দগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। 

নিহতের পরিবারের অভিযোগ, সরফরাজ মন্ডলের মেয়ের সোনালী আক্তার (১৫) কে একই গ্রামের প্রতিবেশী মৃত দবির উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৩০) গত প্রায় দুই বছর পূর্বে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক অন্যত্র নিয়ে গিয়ে বিয়ে করে। বিয়ের কিছু দিন পর সোনালী খাতুন বাবার বাড়ীতে চলে আসে এবং এক পর্যায়ে আপোষ মিমাংসার মাধ্যমে তাদের দাম্পত্য জীবনের অবসান ঘটে। 

গত কিছুদিন যাবত আনোয়ার বিভিন্নভাবে সোনালী এবং তাঁর পিতা-মাতাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। গত কয়েক দিন আগেও সোনালীর ভাইকে আনোয়ার বেদম মারপিট করে বলে তারা আরও জানান সোনালীর পরিবার। এ ঘটনার ধারাবাহিকতায় সরফরাজ মন্ডলকে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা। 

এ ঘটনায় নিহত সরফরাজ মন্ডলের স্ত্রী কাবাসী বেগম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় আনোয়ার সহ চারজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল্ল্যাহ আল মামুন জানান, নিহতের মুখে রক্তের দাগ ছিল। নিহত সরফরাজের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে