Dr. Neem on Daraz
Victory Day

বিয়ের ২ মাসেই স্বামীর আত্মহত্যা, স্ত্রীর আত্মহত্যার চেষ্টা


আগামী নিউজ | নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৭, ২০২১, ০৮:১৫ পিএম
বিয়ের ২ মাসেই  স্বামীর আত্মহত্যা, স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফাইল ছবি

বগুড়াঃ বিয়ের দুই মাস পর বগুড়ার শেরপুরে বিষপানে আত্মহত্যা করেছে স্বামী। এই খবর শুনে স্ত্রীও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।

শুক্রবার  (১৬জুলাই) বিকালে উপজেলার বিশালপুর ইউনিয়নের নাইশিমুল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত স্বামী আতিকুর রহমান রকি (২২) নাইশিমুল গ্রামের হাফিজার রহমানের ছেলে আর আহত স্ত্রী আরিফা খাতুন (১৮)।

স্থানীয়রা জানায়, প্রেমের সর্ম্পকের সুত্র ধরে প্রায় দুই মাস পুর্বে তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে তাদের মাঝে মনোমালিন্য চলে আসছিল। এরই সুত্র ধরে শুক্রবার বিকালে রকি বিষপানে করে বাড়িতে ফেরে। এ সময় বিষয়টি টের পেয়ে তার স্ত্রীও গলায় ফাসঁ দেয়। পরে আত্মীয়স্বজনেরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৭ জুলাই) ভোরে স্বামী রকির মৃত্যু হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, বিষপানে আত্মহত্যার ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে