Dr. Neem on Daraz
Victory Day

গজারিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট


আগামী নিউজ | রক্তিম মল্লিক দোলন, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৭, ২০২১, ০৮:০৭ পিএম
গজারিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট

ছবিঃ আগামী নিউজ

মুন্সিগঞ্জঃ আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে জেলার গজারিয়া উপজেলায় জমে উঠেছে পশুর হাট। প্রতিবারের মত এবারো উপজেলার ভবেরচর ইউনিয়নের ভবেরচর উচ্চ বিদ্যালয় খেলার মাঠ, রসুলপুর বাজার, গজারিয়া পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠ এবং ভাটেরচর বাজারে অনুষ্ঠিত হচ্ছে পশুর হাট।
 
কোরবানির হাটকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে খামারিরা  নানা জাতের গরু নিয়ে হাটে ভীড় করছেন।খামারি ছাড়াও ব্যক্তিগত পর্যায়ের পশু বিক্রেতারাও হাটে ভীড় করছেন। 
 
উপজেলার সবচেয়ে বড় পশুর হাট  ভবেরচর ইউনিয়নের ভবেরচর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে গতকাল থেকে শুরু হয়েছে।
 
সরেজমিনে পর্যবেক্ষণ করে দেখা যায়,হাটে গরুগুলোকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে রাখা হয়েছে।ক্রেতাদের আকর্ষণের জন্য গরুগুলোকে নানা আকর্ষণীয় নামে নামকরণ করেছে খামারিরা।তবে কালাপাহাড়  নামের একটি উন্নত জাতের গরু পুরো হাটের আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দুতে ছিল। কালাপাহাড়  নামের গরুর মালিকের সাথে কথা বলে জানা যায় গরুটিকে দীর্ঘ ১ বছরের বেশি সময় ধরে খামারে লালন পালন করছেন।হাটে গরুটির জন্য ৫ লক্ষ টাকা দাম হাঁকা হয়েছে।
 
তবে হাটে আগত ক্রেতা-দর্শনার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীনতা লক্ষ্য করা গেছে।অনেকের মুখেই মাস্ক ছিল না এবং শারীরিক দূরত্বও বজায় রাখা সম্ভব হয় নাই। 
 
হাটে আগত ক্রেতারা গরুর দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।অনেকেই অন্যান্যবারের তুলনায় গরুর দাম একটু বেশী বলে অভিযোগ করেন।আবার কিছু সংখ্যক ক্রেতা গরুর দাম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
 
খামারিদের সাথে কথা বলে জানা যায় গরুর খাদ্য এবং অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় খামারে গরু লালন পালনের খরচ অনেক বেড়ে গিয়েছে কিন্তু সে তুলনায় হাটে  কাঙ্ক্ষিত দামে গরু বিক্রি করতে পারছেন না।অনেকেই ঘাটতি দিয়ে গরু বিক্রি করছেন বলে আমাদের অভিযোগ করেন। 
 
করোনা মহামারীর মধ্যে আয়োজিত গরুর হাটের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে অনেকেই  সন্তুষ্টি প্রকাশ করলেও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে ইজারাদারদের কাছ থেকে আরও কঠোর পদক্ষেপ আশা করছে সবাই।   
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে