Dr. Neem on Daraz
Victory Day

বন্দরের উন্নয়নে সবাইকে কাজ করতে হবে- বন্দর চেয়ারম্যান


আগামী নিউজ | মোংলা(বাগেরহাট) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৫:২০ পিএম
বন্দরের উন্নয়নে সবাইকে কাজ করতে হবে- বন্দর চেয়ারম্যান

ছবিঃ আগামী নিউজ

বাগেরহাটঃ শ্রমিক, কর্মচারি এবং বন্দর ব্যবহারকারী সবাই মিলে আমরা একটা পরিবার। বন্দরের উন্নয়নে সবাইকে এক পরিবারের সদস্য হয়ে আমাদের কাজ করতে হবে। সকলের নিরলস প্রচেষ্টায় মোংলা বন্দর ঘুরে দাড়িয়ে এখন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শ্রমিক-কর্মচারিরা বন্দরের চালিকা শক্তি। করোনা মোকাবেলায় ৩য় দফায় শ্রমিক-কর্মচারিদের খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।
 
বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে মোংলা বন্দর শ্রমিক কর্মচারি সংঘের মাঠে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং এজেন্ট এ্যাসোসিয়েশন খুলনা এবং মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশন আয়োজিত করোনাকালীন জাহাজি শ্রমিক-কর্মচারিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
 
বৃহস্পতিবার দুপুর ২টায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ আব্দুল বাতেন। এসময় শ্রমিক কর্মচারিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোংলা বন্দর শ্রমিক কর্মচারি সংঘ (রেজি: নং-২১৪৩) এর সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু।
 
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষ'র পরিচালক (প্রশাসন) মোঃ শাহীনুর আলম, পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল, প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার, বন্দরের নির্বাহি ম্যাজিস্ট্রেট শোভন মন্ডল, ষ্টিভেডর এ্যাসোসিয়েশনের সৈয়দ মোস্তাক মিঠু, এইচ এম দুলাল, জেসান ভুট্টো, মিজানুর রহমান টিংকু, শেখ আব্দুস সালাম, মশিউর রহমান, মাহবুবুর রহমান টুটুল, আব্দুর রহমান প্রমূখ।
 
উল্লেখ্য, মোংলা বন্দরে জাহাজে কর্মরত প্রায় ৩ হাজার অস্থায়ী শ্রমিক কর্মচারিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল ১০ কেজি, মশুরের ডাল ২ কেজি, চিনি ১ কেজি. আলু ৩ কেজি, তেল ১ লিটার, লবন ১ কেজি, সেমাই ৫০০ গ্রাম এবং দুধ ১০০ গ্রাম।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে