Dr. Neem on Daraz
Victory Day

ফরিদপুরে ৫০ অক্সিজেন সিলিন্ডার ও দুইটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান


আগামী নিউজ | সুমন ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৩:২২ পিএম
ফরিদপুরে ৫০ অক্সিজেন  সিলিন্ডার ও দুইটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান

ছবিঃ আগামী নিউজ

ফরিদপুরঃ করোনা রোগীদের চিকিৎসার জন্য পঞ্চাশটি অক্সিজেন সিলিন্ডার এবং দুইটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সরবরাহ করা হয়।
 
আজ সকাল ১১ টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ(বিসিআই) এর উদ্যোগে উক্ত সংগঠনের পরিচালক ও ফরিদপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ড.যশোদা জীবন দেবনাথ এর নেতৃত্বে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় ৫০ টি অক্সিজেন সিলিন্ডার এবং দুইটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সরবরাহ করেন।
 
এসময় ফরিদপুর জেলার জেলা প্রশাসক অতুল সরকার ও জেলা সিভিল সার্জন ডাক্তার সিদ্দিকুর রহমান এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার সাইফুর রহমান বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ(বিসিআই) কর্তৃক সরবরাহকৃত করোনা চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন।
 
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ(বিসিআই) কর্তৃক সরবরাহকৃত ৫০ টি অক্সিজেন সিলিন্ডার এর মধ্য থেকে ফরিদপুর সদর হাসপাতাল ২০ টি এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ টি প্রদান করা হবে বলে জানা যায়। 
 
বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ (বিসিআই) কর্তৃক সরবরাহকৃত অক্সিজেন সিলিন্ডার করোনা রোগীদের চিকিৎসা সহায়তা বৃদ্ধি করবে এবং এ অক্সিজেন সিলিন্ডার অক্সিজেন সংকট অনেকটা দূর করবে বলে প্রতীয়মান হচ্ছে।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে