Dr. Neem on Daraz
Victory Day

উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়


আগামী নিউজ | বরিশাল প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ১১, ২০২১, ০৭:৫৬ পিএম
উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

ছবিঃ আগামী নিউজ

বরিশালঃ জেলার উজিরপুর রিপোর্টার্স ইউনিটির (ইউআরইউ) সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ। 

শনিবার (১০ জুলাই) দিবাগত রাত ৮টার দিকে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় থানার নবাগত পরিদর্শক (তদন্ত) মো. মমিন উদ্দিনও উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় উজিরপুর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. আলী আরশাদ বলেন, ‘এই থানার পুলিশ সদস্যরা এখন থেকে গরীবের জন্য কাজ করবে। এখানকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন তাই করা হবে। আমার নীতি হচ্ছে যেকোন ঘটনায় পুলিশ খুব কম সময়ে ওই স্থানে পৌঁছাবে এবং ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া আগের ওসি মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস ও বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করেছে, আমিও সেগুলো অব্যাহত রাখবো। জনগণের সেবা দেওয়ার জন্য আমার কার্যালয় সব সময় উন্মুক্ত থাকবে।’ 

রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করে ওসি আরও বলেন, ‘সাংবাদিক ও পুলিশের কাজের উদ্দেশ্য একই, মানুষের সেবা করা। তবে কাজের ধরন আলাদা। আপনাদের সঙ্গে সু-সম্পর্ক রেখেই কাজ করা হবে। আমি চাই আপনারা আমার কাজে সহযোগীতা করেন। আপনাদের সার্বিক সহযোগীতা নিয়ে উজিরপুর মডেল থানাকে সত্যিকারের মডেল করতে চাই। আর সেই কাজে বাধা দিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে কোনভাবেই ছাড় দেয়া হবে না। সে যত প্রভাবশালী হোক তাকে আইনের আওতায় আনা হবে।’ 

নবাগত ওসির সঙ্গে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও দৈনিক জনকন্ঠের বরিশাল ব্যুরো খোকন আহম্মেদ হীরা, গুঞ্জন সংগীত একাডেমীর প্রতিষ্ঠাতা মো. ফরিদ হোসেন, সংগঠনটির সভাপতি দৈনিক আমার সংবাদের বরিশাল ব্যুরো মো. জহির খান, সিনিয়র সহ-সভাপতি এস.এম আউয়াল খান (দৈনিক ভোরের কাগজ), সাধারণ সম্পাদক সরদার সোহেল (দৈনিক বরিশাল প্রতিদিন), দপ্তর সম্পাদক সৈয়দ মাহমুদ সবুজ (দৈনিক বাংলাদেশ বানী), প্রচার সম্পাদক বাসুদেব পাড়ুয়া (দৈনিক কলমের কন্ঠ) প্রমূখ। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি কমল বাড়ৈ পুলক (এশিয়ান টিভি), কার্যনির্বাহী সদস্য মো: জাহাঙ্গীর হোসেন নুরুল্লাহ (দৈনিক তারুণ্যের বার্তা), মো. তানভীর ইসলাম (বরিশাল রূপান্তর), সাধারণ সদস্য তালহা জাহিদ (দৈনিক বিপ্লবী বাংলাদেশ) ও মো. সফিকুল ইসলাম (দৈনিক একুশে সংবাদ)। 

সভায় সাংবাদিকরা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরো জোরদার করার দাবি জানান। 
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে