Dr. Neem on Daraz
Victory Day

অনলাইন পশুরহাট, পীরগাছায় ফেসবুক থেকে কেনা যাবে কুরবানির গরু


আগামী নিউজ | একরামুল ইসলাম, পীরগাছা(রংপুর) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১০, ২০২১, ০৮:৩৭ পিএম
অনলাইন পশুরহাট, পীরগাছায় ফেসবুক থেকে কেনা যাবে কুরবানির গরু

ছবিঃ আগামী নিউজ

রংপুরঃ “অনলাইনে গরু কিনি, স্বাস্থ্যবিধি মেনে চলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জমে উঠেছে অনলাইন কুরবানির পশুর হাট। করোনাভাইরাসের সংক্রমণরোধে পশুর হাটে না গিয়ে অনেকেই অনলাইনে কুরবানির পশু কিনছেন।

রংপুরের পীরগাছায় গতবারের মতো এবারও কেনা যাবে কুরবানির গরু। করোনাভাইরাসের সংক্রমণরোধে ‘অনলাইন পশুরহাট, পীরগাছা’ ফেসবুক পেজ থেকে ক্রেতাগণ গরু কিনতে পারবেন। আর মাত্র দুই সপ্তাহ পর পবিত্র ঈদ-উল-আযহা। মুসলমানদের ধর্মীয় বড় উৎসব। এরই মধ্যে গরু দেখা ও কেনা শুরু করেছে ক্রেতাগণ।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ আলী বলেন, ভেটেরিনারি মেডিকেল টিমের মাধ্যমে প্রতিটি পশুকে অনলাইনে বিক্রয় করতে আসা গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা, কোনো রোগ বালাই আছে কিনা এসব বিষয়ে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা হবে। এই প্রাণঘাতি রোগ করোনাভাইরাসে হাটে না গিয়ে স্বাস্থ্যবিধি মেনে অনলাইনে কুরবানির পশু ক্রয়-বিক্রয় করতে পারেন।

গোটা উপজেলায় এক হাজার ১৬০টি খামার রয়েছে। এতে রয়েছে আট হাজার ১৪০টি গরু। ছাগল রয়েছে আট হাজার ৪৭২টি। মোট মূল্য আনুমানিক ৩৫ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে উপজেলা প্রাণিসম্পদ অফিস জানিয়েছে। কিন্তু বর্তমান করোনাভাইরাসের জন্য উপজেলার সব হাট-বাজার বন্ধ থাকায় হতাশার ভাজ পড়েছে খামারিদের। কারণ অনেক খামারি ঈদ-উল-আযহায় কুরবানিকে কেন্দ্র করে এসব পশু পালন করে থাকে।

উল্লেখ্য, গতবার কুরবানি ঈদে জেলা প্রশাসক আসিব আহসান ও উপজেলা নির্বাহী অফিসার জেসমীন প্রধান ‘অনলাইন পশুরহাট, পীরগাছা’ ফেসবুক পেজ থেকে বাচাই করে কুরবানির গরু কিনেছিলেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে