Dr. Neem on Daraz
Victory Day

শরণখোলায় শেখ তন্ময় অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু


আগামী নিউজ | নাজমুল ইসলাম সবুজ,শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৮, ২০২১, ১০:১৫ পিএম
শরণখোলায় শেখ তন্ময় অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু

ছবিঃ আগামী নিউজ

বাগেরহাটঃ বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের উদ্যোগে শরণখোলায় অক্সিজেন ব্যাংক চালু হয়েছে। শরণখোলা উপজেলা ছাত্রলীগের তত্বাবধানে পরিচালিত হবে এই অক্সিজেন ব্যাংক। হট লাইনে ফোন করলেই অক্সিজেন নিয়ে করোনা রোগীর বাড়িতে হাজির হয়ে যাবে ছাত্রলীগের স্বেচ্ছাসেবকরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় শরণখোলা প্রেস ক্লাব মিলনায়তনে অক্সিজেন ব্যাংক উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, প্রেস ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান বিপ্লব, যুবলীগ নেতা জিয়াউদ্দিন তালুকদার, ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাব্বির প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রেসক্লাব চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন ছাত্রলীগের হাতে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন। প্রাথমিকভাকে ৬টি সিলিন্ডার নিয়ে শেখ তন্ময় অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু হয়।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে