Dr. Neem on Daraz
Victory Day

এক ফোনেই ফ্রি অক্সিজেন সেবা নিয়ে ‘প্রত্যয় করোনা এইড’র যাত্রা


আগামী নিউজ | অনিক সিকদার প্রকাশিত: জুলাই ৮, ২০২১, ১০:০৫ পিএম
এক ফোনেই ফ্রি অক্সিজেন সেবা নিয়ে ‘প্রত্যয় করোনা এইড’র যাত্রা

ফাইল ফটো

রাজবাড়ীঃ এক ফোনেই ফ্রি অক্সিজেন সেবা নিয়ে হাজির হবে "প্রত্যয় করোনা এইড" । সরকার ঘোষিত লকডাউন চলাকালীন সময়ে জরুরী প্রয়োজনে সেবাদানের প্রত্যয়ে বালিয়াকান্দি উপজেলার বহরপুর এবং ইসলামপুর ইউনিয়নে "প্রত্যয় করোনা এইড" যাত্রা শুরু হবে।

শুক্রবার ৯ জুলাই বিকাল ৫ টা হতে ফ্রি অক্রিজেন সেবা নিয়ে মানবতার সেবায় “প্রত্যয় করোনা এইড” করোনা মোকাবিলায় ২৪ ঘন্টা পাশে আছি মানবতার সেবায় যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন প্রত্যয় করোনা এইডের প্রধান সমন্বয়ক আসিফ নেওয়াজ খান।

তিনি জানান করোনার এই ক্রান্তিকালে হট লাইনে কল দিলেই ২৪ ঘন্টা বহরপুর এবং ইসলামপুর ইউনিয়নের যে কোন এলাকায় পৌঁছে যাবে জরুরী ফ্রি সেবা।

প্রত্যয় করোনা এইড এর সেবামূলক কার্যক্রমটির প্রধান সমন্বয়ক হিসেবে আসিফ নেওয়াজ খান ছাড়াও সহযোগী সমন্বয়ক হিসেবে রয়েছে রাজিবুল ইসলাম, সজিব শাহা অন্ত, ডা: মো: তারিকুল ইসলাম, মো: আনোয়ার হুসাইন, সবুজ সেক, শাহনেওয়াজ খান। এছাড়াও স্বেচ্ছাসেবক হিসেবে রয়েছে নিবেদিত অনেকেই।

প্রত্যয় করোনা এইড এর সেবামূলক কার্যক্রমের প্রধান সমন্বয়ক আসিফ নেওয়াজ খান বলেন, করোনার বর্তমান পরিস্থিতি ও লকডাউনের কথা বিবেচনা করে বিশেষ সার্ভিসটি চালু করা হয়েছে। আমরা আশাবাদী আমাদের এই স্বেচ্ছাসেবার মাধ্যমে বহরপুর ও ইসলামপুর ইউনিয়নের সাধারণ মানুষ উপকৃত হবেন।

প্রত্যয় করোনা এইডের অন্যতম সমন্বয়ক রাজিবুল ইসলাম বলেন, জরুরী সেবা দিতে আমাদের হটলাইন চালু করা হয়েছে। এসব নাম্বারে কল দেওয়া মাত্রই ২৪ ঘন্টা চাহিদা অনুযায়ী ফ্রী অক্সিজেন সেবা পৌঁছে যাবে। মানুষকে ভালোবেসে তাদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আমাদের এই সেবাটিকে আরও বিস্তৃত করার লক্ষে কাজ করে যাচ্ছি পুরো টিম নিয়ে।

প্রত্যয় করোনা এইডের হটলাইন- আসিফ নেওয়াজ খান: ০১৮৩৩১৭৯৮৯১, রাজিবুল ইসলাম: ০১৯২৮৭১০৭৮৯।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে