Dr. Neem on Daraz
Victory Day

ঠাকুরগাঁওয়ে ৪ জনের মৃত্যু, শনাক্ত ১০৮


আগামী নিউজ | শামসুল আলম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৭, ২০২১, ০৫:২২ পিএম
ঠাকুরগাঁওয়ে ৪ জনের মৃত্যু, শনাক্ত ১০৮

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওঃ গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ২২৫টি নমুনা পরীক্ষায় ১০৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময় মৃত্যু হয়েছে চারজনের। যাদের মধ্যে দুজন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে, রংপুর সদর হাসপাতালে একজন ও ঠাকুরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একজন মারা গেছেন।’

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে ৬ জুলাই পাঁচজন, ৫ জুলাই একজন, ৪ জুলাই সাতজন, ৩ জুলাই চারজন, ১ জুলাই দুজন মারা গেছেন। নিহতদের প্রত্যেকের বয়স ৪০ থেকে ৭০ বছরের মধ্যে।

ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত ৪ হাজার ৮৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৬০৬ জন ও মারা গেছেন ১০৪ জন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে