Dr. Neem on Daraz
Victory Day

সুন্দরবনে নৌকা ও বিপুল পরিমাণ বিষ জব্দ


আগামী নিউজ | মোংলা(বাগেরহাট) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৬, ২০২১, ১২:৩৩ পিএম
সুন্দরবনে নৌকা ও বিপুল পরিমাণ বিষ জব্দ

ছবিঃ আগামী নিউজ

বাগেরহাটঃ পূর্ব সুন্দরবনে অবৈধভাবে অনুপ্রবেশ করায় একটি নৌকাসহ বিপুল পরিমাণ বিষ জব্দ করেছে বনবিভাগ।
 
মঙ্গলবার (৬জুলাই) রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপাই রেঞ্জের পশুর নদীর এলাকা থেকে  একটি নৌকা আটক করা হয়।
 
জব্দকৃত নৌকা থেকে ১৬ বোতল বিষ, ৬টি বিষের পাকেট, একটি টোনা জাল এক কেবিন বরফ উদ্ধার করা হয়। যা অবৈধভাবে সাদা মাছ আহরনে ব্যবহার করা হয়।
 
চাঁদপাই রেঞ্জের শেখ আব্দুল মালেক এর দায়িত্বে অভিযান পরিচালনা করা হয়। চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন, গোপন সংবাদ পাওয়ার সাথে সাথে শেখ আব্দুল মালেক এর পরিচালনায় একটি চৌকস টিক অভিযান চালায়। এ সময় কোন আসামীকে আটক করা সম্ভব হয়নি।
 
তারা বন বিভাগের অভিযানের টের পেয়ে নৌকা রেখে জঙ্গলে পালিয়ে যায়।
 
চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এনামুল হক বলেন, দুইমাস সুন্দরবনে অনুপ্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে নিষেধাজ্ঞা অমান্য করে এবং সুন্দরবনে বিষ নিয়ে যাওয়ার অপরাধে নৌকা  ও বিপুল পরিমাণ বিষ আটক করা হয়। 
 
এদিকে বন বিভাগ প্রতিনিধি মিজানুর রহমান বলেন, সুন্দরবনে অবৈধ ভাবে মাছ শিকার চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা আমাদের সব সময় অব্যাহত থাকবে।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে