Dr. Neem on Daraz
Victory Day

বেনাপোলে লকডাউন পরিদর্শনে খুলনা রেঞ্জ ডিআইজি


আগামী নিউজ | মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৫, ২০২১, ০৭:১৯ পিএম
বেনাপোলে লকডাউন পরিদর্শনে খুলনা রেঞ্জ ডিআইজি

ছবিঃ আগামী নিউজ

যশোরঃ লকডাউন কার্যক্রম পরিদর্শন করেছেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন। সোমবার দুপুরে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন চেকপোস্ট ও আন্তর্জাতিক চেকপোস্ট ঘুরে দেখেন তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দারসহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাগণ।

পরিদর্শনকালে ডিআইজি বলেন, অতি-সম্প্রতি খুলনা বিভাগে করোনা সংক্রমণের হার অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সংক্রমণের দিক দিয়ে যশোর জেলাও ঊর্ধ্বগতিতে আছে। ইতোমধ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ।

তিনি বলেন, করোনার প্রথম ঢেউয়ে খুলনা বিভাগের প্রতিটি জেলায় অত্যন্ত ভালো অবস্থানে ছিলো। সংক্রমণের দিক দিয়ে আমরা অনেক অংশে কম ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে এসে খুলনা বিভাগ সংক্রমণের দিক দিয়ে ঊর্ধ্বগতিতে আছে। যশোর জেলা সংক্রমণের দিক দিয়ে খুবই বিপদজনক পজিশনে আছে। আমরা প্রথমে মনে করতাম হয়তো বয়োজেষ্ঠরা বেশি সংক্রমিত হয় তবে এবাবের সংক্রমণ পর্যালোচনা করে দেখা যাচ্ছে সকল শ্রেণীর মানুষই সংক্রমিত হচ্ছে। এই সংক্রমণ হতে নিজেকে এবং দেশকে রক্ষা করতে হলে আমাদের সকলকে অবশ্যই তিনটি নির্দেশনা মেনে চলতে হবে বলে তিনি জানান।

যশোর জেলা পুলিশের প্রতিটি ইউনিট সংক্রমণ এড়াতে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জেলায় বসানো হয়েছে ৬০টি পুলিশি চেকপোস্ট, ৫০টি মোবাইল পার্টি এবং জরুরী পরিসেবা ব্যতিত সীমান্তবর্তী সব কয়টি চেকপোস্ট সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে