Dr. Neem on Daraz
Victory Day

নারায়ণগঞ্জে আইসিইউ’র সংখ্যা বাড়ানোর আশ্বাস


আগামী নিউজ | রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৪, ২০২১, ০৫:৪৭ পিএম
নারায়ণগঞ্জে আইসিইউ’র সংখ্যা বাড়ানোর আশ্বাস

ছবিঃ আগামী নিউজ

নারায়নগঞ্জঃ বিশেষ বিধিনিষেধ’র চতুর্থদিন নারায়ণগঞ্জে করোনাভাইরাস এর পরিস্থিতি পর্যালোচনা সংক্রন্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে নগরীর চানমারী এলাকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবম আর্টিলারি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম। জেলা প্রশাসক মো: মোস্তাইন বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জাহেদুল আলম, র‌্যাব-১১’র অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম, বিকেএমইএ’র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম সহ সংশ্লিষ্ট কর্মর্তাগন।

সভায় ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম নারায়ণগঞ্জে করোনাভাইরাস বলেন, পৃথিবীর অনেক দেশে এখনো টিকা পায়নি। সরকারের দক্ষতা ও সঠিক তৎপরতার কারণে আমাদের দেশে টিকার কার্যক্রম চলছে। সংক্রামন ও মৃত্যু আশংকাজনক হারে বাড়ার কারণে উদ্দেগ্য প্রকাশ করে তিনি বলেন, আমরা যদি এখন সচেতন না হতে পানি তাহলে আমরা একটি বড় সমস্যার মধ্যে পড়ে যাব।

পরে ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করে। পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, সবাই সচেতন হলে ও সবাই মিলে একসাথে কাজ করলে আমরা অজানা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হতে পারব। তিনি বলেন, নারায়ণগঞ্জ একটি অর্থনীতিক জোন। বাইওে থেকে অনেক শ্রমিক এসে এখান কাজ করে আবার বাইরে চলে যায়। এ কারণে এখানে লকডাউন আরোপ করা অত্যন্ত জরুরি। নারায়ণগঞ্জ গত বছর হটস্পট হিসেবে পরিচিত ছিল। এবার সকল প্রশাসন এবং নিরাপত্তা বাহিনী একত্রে যে প্রয়াস নেয়া হয়েছে সে প্রয়াসের অংশ হিসেবে এখন পর্যন্ত পরিস্থিতি অনেক ভাল।  

ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুল ইসলাম বলেছেন, জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এই করোনার সময়েও ৪৬ বিলিয়ন ডলার রিজার্ভ নিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী অবস্থানে রেখেছে।

সার্বিকভাবে দেশের করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় লকডাউন দেয়া হয়েছে। নারায়ণগঞ্জসহ সাড়াদেশের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও নিয়ম কানুন মানার মাধ্যমে করোনাকে মোকাবেলা করতে হবে। তিনি জনগনকে ভয় না দেখিয়ে বরং বুঝিয়ে সচেতন করার মাধ্যমে লকডাউন মানার ব্যবস্থা করতে প্রশাসনের সকলের প্রতি আহ্বান জানান।

সভায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বলেন, নারায়ণগঞ্জ জেলা পর্যায়ে সবচেয়ে বেশি রাজস্ব দেয়। কিন্তু সবক্ষেত্রেই সবচেয়ে অবহেলিত জেলা নারায়ণগঞ্জ। দশটি আই সি ইউ নিয়ে নারায়ণগঞ্জ কভিড ডেডিকেটেড হাসপাতাল যাত্রা শুরু করেছিলো। কিন্তু আজ পর্যন্ত এর আই সি ইউ বেড সংখ্যা বাড়েনি। নেই সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থাও। তিনি এ হাসপাতালে আই সি ইউ’র সংখ্যা বিশটি করা ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে দশটি আই সি ইউ বেড রাখার দাবী জানান। তিনি বলেন, নারায়ণগঞ্জ কভিড ডেডিকেটেড হাসপাতালে গত ছয় মাসে একটিও সভা হয়নি।

 ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম কভিড হাসপাতালে সভা করার ব্যপারে উদ্যোগ নিতে তিনি নারায়ণগঞ্জ কভিড ডেডিকেটেড হাসপাতালের সুপার ডাঃ আবুল বাশারসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এছাড়া আই সি ইউ সংখ্যা বাড়ানোর ব্যাপারে তিনি উর্ধ্বতন কতৃপক্ষকে জানাবেন বলে জানান।

সভা শেষে তিনি নারায়ণগঞ্জ শহরে লকডাউন বাস্তবায়নে সেনাবহিনীর কার্যক্রম পরিদর্শন করেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে