প্রশাসনের কঠোর নজরদারিতে মানিকগঞ্জে লকডাউনের ৪র্থ দিন
আগামী নিউজ | বাবুল আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৪, ২০২১, ০৩:৫৫ পিএম
ছবিঃ আগামী নিউজ
মানিকগঞ্জঃ সারাদেশে উদ্বেগজনক হারে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চলছে বিশেষ ধাপে কঠোর লকডাউন। প্রশাসন কঠোর অবস্থানের মধ্য দিয়ে সাত দিনের লকডাউনের আজ চলছে চতুর্থ দিন। মানিকগঞ্জে প্রশাসনের কঠোর অবস্থানের মধ্য দিয়ে চলছে লকডাউন।
জেলার প্রধান মার্কেটগুলো সকাল থেকেই লকডাউনের কারণে বন্ধ রয়েছে। তবে খোলা রয়েছে কাঁচাবাজার, ওষুধের দোকানসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান।
পাশাপাশি লকডাউন বাস্তবায়নে জেলার বিভিন্ন উপজেলা এলাকায় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। যানবাহন ও মানুষের চলাচল নিয়ন্ত্রিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। অন্যদিকে মানিকগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে পুলিশ কাজ করছেন।
রবিবার (৪ জুলাই) সকালের দিকে সরেজমিনে দেখা গেছে, এলাকার কিছু মানুষ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা করতে বের হয়েছে। কিছু রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। তবে যাত্রীবাহী বাস ও বড় সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, করোনা সংক্রমণ রোধে জেলার বিভিন্ন পয়েন্টে বাসকল-সহ পুলিশের কঠোর অবস্থানে রয়েছে। আমাদের টহল অব্যাহত আছে এবং থাকবে। আর রাস্তায় প্রয়োজন ছাড়া কোন গাড়ি চলতে দেওয়া হচ্ছে না।