Dr. Neem on Daraz
Victory Day

কুড়িগ্রামে বাড়ছে তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি


আগামী নিউজ | জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩, ২০২১, ০৬:২৫ পিএম
কুড়িগ্রামে বাড়ছে তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি

ছবিঃ আগামী নিউজ

কুড়িগ্রামঃ টানা বৃষ্টি ও উজানের ঢলের কারণে কুড়িগ্রামের তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি বাড়ছে। তিস্তার পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও নদী সংলগ্ন ৩০টি চরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার পাট, সবজি ও বীজতলাসহ বিভিন্ন ফসল নিমজ্জিত হয়েছে। কয়েকদিন ধরে এসব ক্ষেত ডুবে থাকায় ফসল নষ্টের আশঙ্কা করছে কৃষকরা। 
 
গাবুর হেলান, খিতাবখা, দরিকিশোরপুর, থেতরাই, কিশোরপুর ও হোকডাঙাসহ কয়েকটি পয়েন্টে নদী ভাঙন তীব্র রুপ নিয়েছে। পানি উন্নয়ন বোর্ড তিস্তার ১২টি পয়েন্টে জিও ব্যাগ ও জিও টিউব ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে। 
 
দ্রুত পানি বাড়ায় ব্রহ্মপুত্র অববাহিকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে কয়েকটি চরের নিচু এলাকায় পানি উঠতে শুরু করেছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী আরিফুল ইসলাম জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষে ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। তবে এখনও তা নিশ্চিত করে বলা যাচ্ছেনা।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে