Dr. Neem on Daraz
Victory Day

বসকে বিক্রি করে ভাগ্যের পরিবর্তন ফেরাতে চায় কৃষক আকরাম


আগামী নিউজ | মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩, ২০২১, ০৫:৫০ পিএম
বসকে বিক্রি করে ভাগ্যের পরিবর্তন ফেরাতে চায় কৃষক আকরাম

ছবি: সংগৃহীত

যশোরঃ স্বল্প একটা পরিসরে ছোট একটি ঘর। তার পাশেই গোয়াল ঘর। এখানেই থাকে ৩৮ মন ওজনের গরু “বেনাপোলের বস”। দীর্ঘ ৫ বছর ধরে নিজের সন্তানের মত বসকে লালনপালন করেছেন আকরাম আলী নামে এক কৃষক। আসছে কোরবানিতে বেনাপোলের এই বসকে বিক্রির প্রস্তুতি নিয়েছে কৃষক আকরাম আলী। বিশালাকার এই বসকে দেখতে ভীড় করছেন বিভিন্ন এলাকার মানুষ।

যশোরের বেনাপোল শহর থেকে ৪ কিলোমিটার দূরে বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ‘বেনাপোলের বস’ নামে একটি গরু প্রস্তুত করেছেন কৃষক আকরাম আলী। কালো রঙের গরুটিকে ৫ বছর ধরে সন্তানের মত লালন পালন করে আসছেন কৃষক আকরাম ও তার স্ত্রী। ‘বেনাপোলের বস’ নামের এই গরুটি’র ওজন ৩৮ মন। কৃষক আকরাম আসছে কুরবানিতে বিক্রি করতে গরুটির দাম হাকিয়েছেন ৩৫ লাখ টাকা। বিশাল আকারের এই ‘বেনাপোলের বস’কে দেখতে কৃষক আকরামের বাড়িতে ভীড় করছে বিভিন্ন এলাকার মানুষ।

কৃষক আকরাম আলী জানান, গত ৫ বছর ধরে দানাদার ও লিকুইড খাদ্য হিসেবে খৈল, গম, ভুট্টা, বুট ও ছোলার ভুষি, চিটাগুড়, ভিজানো চাল, খুদের ভাত, খড়, নেপিয়ার ঘাস ও কুড়া খাওয়ানো হয় বসকে। ৩৫ লাখ টাকা হলে আমি গরুটি বিক্রি করবো। আমি কৃষক মানুষ। গরুটি একটু ভালো দামে বিক্রি করতে পারলে আমার সংসারের কিছুটা পরিবর্তন আনতে চাই। ছেলে মেয়েদের মানুষ করার পাশাপাশি বাড়িঘর সংস্কার করতে চাই।

তিনি মোবাইল নম্বর দিয়ে ‘বেনাপোলের বস’কে কিনতে চান তাহলে ০১৯১৭৯১৮৭৮১ নম্বরে কৃষক আকরাম আলীর সাথে যোগাযোগ করতে বলেন।

বেনাপোলের পশু ডা. মো. আব্দুল্লাহ বলেন, প্রায় ৩ বছর ধরে ‘বেনাপোলের বস’কে আমি চিকিৎসা দিয়ে আসছি। অভাবী কৃষক আকরাম আলী অনেক বেশি যতœ নিয়ে গরুটি লালন পালন করেছে। এই কোরবানি ঈদে গুরুটি বিক্রি করবে। যদি ন্যায্য দাম পায় তাহলে অভাবী আকরাম আলীর ভাগ্যের পরিবর্তনও ঘটবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে